কি বনাম কী
লিখেছেন লিখেছেন যুমার৫৩ ০২ মার্চ, ২০১৬, ০৯:২৭:৫৯ রাত
তুমি কি পড়ছো ?
তুমি কী পড়ছো ?
ওপরের বাক্যদুটোর মধ্যে পার্থক্য কোথায় ? হ্যাঁ, ঠিক ধরেছেন। প্রথমটা হলো Are you reading ? আর দ্বিতীয়টা হলো What are you reading? 'কি' ব্যবহৃত হয় সেই প্রশ্নে যার উত্তরে 'হ্যাঁ' কিংবা 'না' বলা যায় (যেমন: নাহ্, পড়ছিনা, স্রেফ চোখ বুলাচ্ছি)। 'কী' ব্যবহৃত হয় সেই প্রশ্নে যার উত্তরে আপনাকে কোন তথ্য প্রদান করতে হয় (যেমন: একটা উপন্যাস পড়ছি)। এছাড়াও বিস্ময় বা উত্তেজনা প্রকাশক বাক্যেও 'কী' লিখতে হয় (যেমন: কী সুন্দর ফুল ! কী যে বলো ! আরে কী মুশকিল !)।
আরো কিছু উদাহরণ দিলাম:
১। "ফুলের কী সুবাস !"
"রবে ছয় মাস।"
"এ কি কাগজের ফুল ?"
"নির্ভুল"।
২। তুমি কি দেখাছো কভু জীবনের পরাজয় ?
দুখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়
৩। ম্যাঁও ম্যাঁও হুলোদাদা
তোমার যে দেখা নাই
গেছিলাম লনডনে
রাণীমার কাছে ভাই
তাই নাকি বেশ বেশ
কী দেখলে সেখানে ?
দেখেছি ইঁদুর এক
রাজবাড়ির উঠানে !
৪। এ কী সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে
ওগো বন্ধু..
৫। "কী খুঁজছো গো ?"
key খুঁজছি।
"আহ্ ঠাট্টা করোনা, বলোনা কী খুঁজছো।"
key খুঁজছি মানে চাবি খুঁজছি, হা হা হা।
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে
ওগো বন্ধু কাছে থেক .....
মন্তব্য করতে লগইন করুন