বাচ্চার আচরণ দেখে আপনাকে চেনা যায়
লিখেছেন লিখেছেন যুমার৫৩ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৫:০৯ রাত
ছবিঃ চাই হাসিখুশী প্রাণবন্ত শিশু
(১) বাচ্চা যদি ঘন ঘন মিথ্যে কথা বলে -- তাহলে বোঝা যায় আপনি তাকে ঘন ঘন শাস্তি দিয়ে ভীত করে রাখেন।
(২) বাচ্চা যদি আত্মবিশ্বাসী না হয় -- তাহলে বোঝা যায় আপনি কখোনো তাকে উতসাহিত করেননা।
(৩) বাচ্চা যদি অতিরিক্ত চুপ থাকে -- তাহলে বোঝা যায় আপনি তার সাথে কথা বলেননা।
(৪) বাচ্চা যদি চুরি করে -- তাহলে বোঝা যায় আপনি তাকে কিছু দেননা।
(৫) বাচ্চা যদি কাপুরুষ হয় -- তাহলে বোঝা যায় আপনি সবসময় তাকে আগলে রাখেন।
(৬) বাচ্চা যদি অন্যকে সম্মান না করে কথা বলে -- তাহলে বোঝা যায় আপনি সর্বদা বাচ্চার সাথে চড়া গলায় কথা বলেন।
(৭) বাচ্চা যদি সবসময় ক্রুদ্ধ হয়ে থাকে -- তাহলে বোঝা যায় আপনি কখোনো বাচ্চার প্রশংসা করেননা।
(৮) বাচ্চা যদি কিপটে হয় -- তাহলে বোঝা যায় আপনি তার সাথে কখোনো কিছু শেয়ার করেননি (শেয়ার করা = মিলেমিশে ভাগ করে নেয়া)।
(৯) বাচ্চা যদি স্কুলে মাস্তানি করে -- তাহলে বোঝা যায় আপনি নিজেই উগ্র ও সহিংস প্রকৃতির লোক।
(১০) বাচ্চা যদি ভীরু-দুর্বল হয় -- তাহলে বোঝা যায় আপনি তাকে সবসময় হুমকি দেন।
(১১) বাচ্চা যদি হিংসুটে হয় -- তাহলে বোঝা যায় আপনি তাকে অবহেলা করেন।
(১২) বাচ্চা যদি সবসময় আপনাকে বিরক্ত করে -- তাহলে বোঝা যায় আপনি তাকে আদর-সোহাগ করেননা।
(১৩) বাচ্চা যদি কখোনো আপনার কথা না শোনে -- তাহলে বোঝা যায় আপনি বেশী বেশী হুকুম করতে পছন্দ করেন।
(১৪) বাচ্চা যদি অন্তর্মুখী হয়ে আত্মকেন্দ্রিক হয়ে যায় -- তাহলে বোঝা যায় আপনি তাকে পর্যাপ্ত সময় দেননা।
সূত্রঃ সৌদি মনোবিদ (সাইকিয়াট্রিস্ট) ড. তারেক আল-হাবিব।
বিষয়: বিবিধ
১৬৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন