আসবে নতুন সোনালী সকাল হাসবে ঈমানদারে!
লিখেছেন লিখেছেন নাইস ২০ মার্চ, ২০১৩, ১২:৩৭:৪৭ রাত
ইসলাম আমার প্রাণের প্রিয়
রাজপথেই আজ আমি
ও হাসিনা জানিস না তুই
শহীদ কত দামি!
প্রাণের আকুতি দেশ বাঁচাব
ঘর ছেড়ে বেরিয়েছি
ফাঁসির মঞ্চে প্রিয় সাঈদী
হচ্ছে কী মিছেমিছি?
কি অপরাধ করেছে বলি
সাঈদীর ভক্ত সবে?
কোটি প্রাণের নিঃষ্পাপ দাবি
সত্যিই হবে তবে!
ঘর ছেড়েছি ইসলামের সব
শত্রু মুক্ত করে
আবার শুনব সাঈদীর মুখে
কুরআন ঘরে ঘরে।
বীর সেনানী জামাতশিবির
আওয়ামীলীগ ডরে না
শহীদের রক্ত যায় না বৃথা
শহীদরাও মরে না।
নির্যাতনের রাতটা যখন
গভীর অন্ধকারে
আসবে নতুন সোনালী সকাল
হাসবে ঈমানদারে!
বিষয়: রাজনীতি
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন