আঁধারের পরে আসে মুগ্ধ সকাল!

লিখেছেন লিখেছেন নাইস ১৪ মার্চ, ২০১৩, ০৯:০৩:৩৩ রাত



পছন্দ নয় শুধু; হৃদয়ের সবটুকু ভাললাগায় ভালবাসি ইসলাম, মুসলিম, কুরআন হাদীস। যে পথে হাঁটছি সে পথটাকে বড় ভালবাসি আমি। একই পথের যাত্রী বলে সালাম আর হাত মিলিয়েছি কত আল্লাহওয়ালাগণের সাথে! মনে কত প্রশান্তি পেয়েছি তার হিসেব আমার জানা নেই। আজো আমার সেই ইমান অপরিবর্তিত। সেই পবিত্র সম্মানে চোখের পাতা নুঁয়ে পড়া চাহনিটা আজ লালে লাল। প্রেমের বাঁধ ভেঙ্গে ব্যাথায় কাতর এই বুক। হৃদয়ে হৃদয়ের ছোঁয়া লাগা মুহূর্তগুলো আজ যেন সত্যি কারাগারে বন্দী। পলকহীনে ঐ সুন্দর মুখগুলো দেখে মনে সুবিশাল স্বর্গের আশা জাগারা নিবিঘ্নে কাঁদছে নীরবে! নতুন সত্য দিগন্তের প্রেরণা দেওয়া মানুষেরা আজ বদ্ধঘরে একা একা নিতান্ত আল্লাহর জিকিরে মশগুল!



ও ভাই, তোমার দুঃখ করার কিছু নাই!

তুমি স্বার্থক! বরং আজ তোমার দুঃখে আমি অবিশ্রান্ত। কোন ভাষায় আমার থেকে তোমার বিচ্ছিন্ন হওয়াকে মেনে নিতে পারছি না আমি।

যত চেষ্টা যত সাধনা আজ সব দোয়া বিলিয়ে দেই যতটা সামর্থ আমার আছে।



উজার করে দিতে চাই সৎ পথের পথিক ওরে!

কার বিদ্বেষে কেন তুমি লোহার শক্ত শিকলে আবদ্ধ?

তোমাকে দেখে চোখ জুড়াব বলে এক পলকে টিভির খবরের দিকে চেয়ে থাকি।

একটু করে দেখি তোমার করুন মুহূর্ত!

চোখের পানিরা টলমল করে নিভে যায় ক্ষাণিকটা সময় পর।

আবার দেখব বলে, স্বল্প জানব বলে ব্লগে, ইউটিউবে তোমার আপডেটেড নিউজ খুঁজি।

আজ অনেক ব্লগ আর ইউটিউবরাও শিকলের লাল হাতে আটকে আছে।

কোন কিছুতে সান্ত্বনা আমার হয় না।

সান্ত্বনার তৃতীয় নয়নে তোমাকে দেখি।

আবার সেই পথে তোমাকে দেখব বলে চেয়ে আছি পথ পানে!



মিথ্যার কাটা বিছানো পথে এক এক করে কত শত মুজাহিদ ভাই কাটায় ঝাঁঝরা হচ্ছো!

যে বুড়ি কাটা বিছাতো প্রিয় নবী কে, সে বুড়িও একদিন নবীর ভালবাসায় সিক্ত হল।

হে আল্লাহ মহান!

আমরা কি পাব সেই আগের সেই হারানো ইমানের স্বাদ? আর সেই কাটা দেওয়া বুড়ির বংশধরদের কি বোধোদয় হবে?

আবার কি ফিরে আসবে সেই ইসলামী সালতানাত?

একটি গানের কথাই মুখে, মনে আনমনেই এসে যায়!

আপনারাও গাইবেন যতদিন না ঐ দ্বীন বিজয় হয়!

আমিন! ছুম্মা আমিন! ছুম্মা আমিন! ছুম্মা আমিন!

গভীর রাত্রী শেষে আলোর প্রভাত হাসে

ভোরের পাখিরা গাহে দিবসের ই গান

আঁধারের পরে আসে মুগ্ধ সকাল!

ঝঞ্ঝা ঝড়ের শেষে

দৃঢ় মন বিশ্বাসে

গড়ে ওঠে জনপদ নব চেতনায়!

অমা-রাত্রির শেষে পূর্ণিমা চাঁদ হাসে

জোসনায় ভরে যায় কানায় কানায়

ফাগুন ফুলেরা সুখ গন্ধ বিলায়!

(এখান থেকে সুর মিলিয়ে নিবেন)

বিষয়: রাজনীতি

১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File