গল্প ছড়া লিখবে তুমি? লাগবে একটা নিক!
লিখেছেন লিখেছেন নাইস ১৪ মার্চ, ২০১৩, ০৬:১৫:৪৩ সন্ধ্যা
ব্লগার বলি ব্লগার আমি; নিকেই পরিচয়
দিনে রাতের অবসরগুলো ব্লগেই করি ক্ষয়।
বাপ-দাদার নাম, গ্রাম নাই মোর নিকটাই ঠিকানা
বিশ্বভরা বন্ধু আমার নাই তার সীমানা।
নেট-কিবোর্ডে লিখি লেখা নাই কলমের হাত
ঐ ব্লগ টুডে যেন অনলাইন দিবারাত।
আসল-নকল-ফান্নি লখায় ব্লগটাকে সাজাই
সব ব্লগারের মিলন মেলায় সহসাই মিলে যাই।
খুব সহজে লেখক আমি সহজেই সাংবাদিক;
গল্প ছড়া লিখবে তুমি? লাগবে একটা নিক!
[একজন আলোকিত ব্লগার হয়ে উপরের ছবির মত করে অন্ধকারে আলো দিয়ে যাও ঠিক জোনাকী পোকার মত!]
বিষয়: বিবিধ
১৩৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন