এখনই সিদ্ধান্ত নিলাম! সবাই দোয়া করবেন..
লিখেছেন লিখেছেন নাইস ০২ মার্চ, ২০১৩, ১২:১৬:২৬ রাত
আমরা গাজীপুরের বাসিন্দা। আমার আব্বা সরকারী চাকুরে ছিলেন। আর আমাদের এলাকার কয়েকটি ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমাম। আমার বড় ভাইও একজন ইসলামী গবেষক এবং একটি মাদরাসার প্রভাষক। আব্বার বয়স 70 ছাড়িয়ে গেছে। তাই বড় ভাইও আব্বার দায়িত্বটা পালন করেন।
ঘটনাটা সাঈদীর জন্য দোয়াকে কেন্দ্র করে-
স্থানীয় আওয়ামী যুব ছাত্র অছাত্রলীগরা বাড়িতে আসা যাওয়া শুরু করে দিয়েছে। হুমকি দিচ্ছে। পুলিশ আমাদের আব্বা, বড় ভাইকে খুঁজছে। আমাকেও চাকরিচ্যুতির ভয় দেখাচ্ছে।
আজ থেকে অবস্থা আরো ভয়াবহ মনে হচ্ছে!
5 ভাই 7 বোনের 2 ভাই ঢাকায় খাওয়া ঘুম ছেড়ে আল্লাহর জন্য লড়ছেন। এখন রাত 12 টা। কেউ ঘুমাতে পারিনি। সবাই মিলে মাত্র সিদ্ধান্ত নিলাম 'পরিবারের সবার আত্মরক্ষার্থে একটি করে লাঠি রাখব।' যেন পরিবেশে খাপ খাইয়ে টিকে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন! জরুরী ভিত্তিতে মোবাইল থেকে লিখলাম..
বিষয়: রাজনীতি
১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন