আঁধারের পরে আসে মুগ্ধ সকাল-

লিখেছেন লিখেছেন নাইস ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৪:০৯ সকাল

এই কবিতা কবিতা নয় যেন বিজয়ের গন্ধ! দেখুন,

গভীর রাত্রী শেষে আলোর চন্দ্র হাসে

ভোরের পাখিরা গাহে দিবসেরই গান

আঁধারের পরে আসে মুগ্ধ সকাল-

আমি এক চাকুরে

উপায় তো নাই!

রাজপথে এগিয়ে

গুলিটা ঠেকাই।

কেমনে হাসি আজ

অযথা বেড়াই!

লাশের মিছিলে শুধু

আমাদের ভাই।

দেশটাই তার; যার

ঈমানই নাই

স্রস্টাকে লুকিয়ে

নিজের বড়াই?

ফেরাউন বলেছিল

নিজে আল্লাহই

নিঃশ্বেষ মিলেনি কো

পানিকে সরাই।

তুমি আর কোন দল

দশ ভাগ নাই?

জেনে রেখো মুসলিম

ভাই সব ভাই!

মুসলিম-শয়তান এ

বেঁধেছে লড়াই

বাংলায় পাবে না

শয়তান ঠাঁই!

সরকারী মিথ্যায়

ভরেছে কানাই

কিছু পর বাজবেই

সত্য সানাই!

বিষয়: রাজনীতি

১২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File