অতএব, মাহমুদ নাইস নামে আমার প্রোফাইল নামটা পরিবর্তন করে আরো উত্‍ফুল্লতায় ব্লগিং করার সুযোগ দিবেন। আমিন!

লিখেছেন লিখেছেন নাইস ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫৭:৩১ সকাল

এখানের নিয়মনীতি বেশি বুঝি না। আমার নামের আগে মাহমুদ আসে নি। টুডে ব্লগের মডারেটর কাছে একজন ঘনিষ্ট নিরীহ ব্লগার হিসেবে আমার আবদার-

আমার ব্লগীয় নাম আসলে 'মাহমুদ নাইস'। কিন্তু ব্লগে শুধু নাইস এসেছে। বিষয়টা ভাবতে কেমন যেন আনইজি লাগে। তাছাড়া নামই যদি অর্ধেক থাকে আমি ব্লগিংয়ে পরিপূর্ণতা আনতে পারব না।

অতএব, মাহমুদ নাইস নামে আমার প্রোফাইল নামটা পরিবর্তন করে আরো উত্‍ফুল্লতায় ব্লগিং করার সুযোগ দিবেন। আমিন!

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File