মানুষ কিনা আমলীগ আমি দারুণ বুঝেছি!

লিখেছেন লিখেছেন নাইস ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:১১:১২ রাত

গত রাত তিন ঘন্টা চেষ্টা করেও এই লেখাটা পোস্ট করতে পারলাম না। কারণ আমি জানতাম না এসবি আর জীবিত নেই! তাই এখানের ঠিকানা পেয়ে একটু হাফ ছাড়লাম আর প্রথম পোস্টটাই এই লেখাটাতে এখানের ব্লগিং..

আমি যখন ছাত্রলীগে যোগদান করেছি

লেখাপড়ার বই ফেলে আজ পিস্তল ধরেছি।

আইন আদালত থাকতে গায়ে শক্তি পেয়েছি

লগিবৈঠা রাম দায় কেটে শিবির খেয়েছি।

মুসলিম হয়ে আল্লাহ রাসূল ইসলাম ভুলেছি

টুপি-দাড়ির গলায় দড়ি ভালই দিয়েছি!

ছাত্রলীগে নাম লিখায়ে লীগার হয়েছি

সত্য-মিথ্যা ধার না ধরে ফাঁশি চেয়েছি।

লীগার হয়ে বিয়ার কামাই নষ্ট করেছি

শাহবাগ যাই রাত-দিনে তাই মজা নিয়েছি।

আমি লীগার বুদ্ধি আমার বাকশাল হয়েছি

আল্লাহু আকবার মুখ চেপে জয় বাংলা বলেছি।

আমি যখন স্বর্গ ছেড়ে নরক খুঁজেছি

মানুষ কিনা আমলীগ আমি দারুণ বুঝেছি!

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File