এখন মুক্তিযুদ্ধের চেতনার উজান সময়!

লিখেছেন লিখেছেন নাইস ০৭ জুন, ২০১৩, ০৫:১৪:২০ বিকাল

এখন মুক্তিযুদ্ধের চেতনার উজান সময়!

জয়বাংলা বলিয়া শুরু করে দেই আমার পছন্দের সব কাম!

তবে আমি এতটুকু দ্বিধা করি না যে, আমার কাজটা কাজে লাগল নাকি অকাজে ব্যয় হল।

আমার বাবা মহান মুক্তিযুদ্ধের মহান খুনি ছিলেন। তিনি জানেন না কেন যুদ্ধ করেছিলেন। তার হাতে কত মানুষ নিহত হয়েছে তিনি নিজেও জানেন না। আমি তার উত্তরাধীকারী পোলা। আমার পাওয়ারতো একটু বেশি থাকবেই! তাই না? সেই মুক্তিযুদ্ধ আজও চলছে। তবে এবারের যুদ্ধ চলছে বাংলাদেশকে ইসলামমুক্ত করার। ব্লগার থাবাবাবা তো এবারের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হয়ে গেলেন। আমিও সেই চেতনায় চেতনাইছি...

-মুক্তির চেতনা নিয়ে আমি আজ অনায়াসেই সেঞ্চুরি করেছি।

-মুক্তির চেতনা নিয়ে আমি পিলখানা তৈরি করি।

-মুক্তির চেতনা নিয়ে আমি সাভার ট্রাজেডি বানাই। রেশমা-হাসিনার নাটকের স্কৃপ্ট সাজিয়ে প্রদর্শন করি।

-শাপলা চত্তর থেকে রক্তাক্ত চত্তর করি মুক্তির চেতনা নিয়েই।

-দেশের বাচ্চা হইয়া বিদেশের পা চাটার সুযোগ পাই একমাত্র মুক্তির চেতনা নিয়েই।

-ধর্মীয় ব্যবসা টিকে রাখার জন্য মা এক ধর্মের, মাইয়া আরেক ধর্মের, নাতিপুতি অন্য ধর্মের এভাবে নিরপেক্ষ ধর্মের আবার কেউ ধর্মহীন নাস্তিক এভাবে সব কিছুই চলে আমার মুক্তির চেতনায়।

-ভাল ই তো চলছে আমার দিনকাল! ভাল না? বিরোধীদের হত্যা গুম জেল মামলা হামলার উন্নয়ণ তো বন্যাকারে ভেসে যাচ্ছে! তাই না? আবার আপনারা আমার মুখে শুনে থাকবেন, আইন শৃঙ্খলা যে কোন সময়ের চেয়ে ভাল! আর দেশে কোন হত্যাকান্ড ঘটেনি! দেখেছেন? আমি কত পরিত্র? ফুলও এত পবিত্র নয়!

-জানি, আমি কোন একদিন মাথায় হাত থাপরাবো! আল্লাহ সব কিছুই অবলোকন করছেন.. কিন্তু ক্ষমতার যে বড়া টান! ক্ষমতা ছাড়া আমি আর কিছু চাই না। পরকালে আল্লাহ তুমি আমাকে দোজখে জ্বালাইয়ো, কিন্তু দুনিয়াতে ক্ষমতা হাতছাড়া করিও না প্লীজ!!!

জয়-বাংলা, জয় বঙ্গবন্ধু

বিষয়: রাজনীতি

৭৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File