প্রাইমারি মাস্টার

লিখেছেন লিখেছেন নাইস ০৩ জুন, ২০১৩, ১২:৪৫:০০ দুপুর

কত্ত বড় অফিসার!

তার কত্ত বড় দাম

অহংকার আর লেনদেনে

তার নাই কোন বদনাম!

আমি যখন বন্ধু তারে বলি-

পা করে পা আমায় নিতে

সামনেই আসে চলি!

গর্বে আমার প্রেমের ঘটি

উল্টে গিয়ে হাসে

ভয় নাই তোর ভয় নাই বলে

বস গিয়ে তার পাশে!

-যদি আমায় নিন্দায় কেহ তবে

আমি না তোমায় অফিসারগিরি

শিখিয়ে দিলাম কবে!

আজ তুমি লিখতে পার

অর্থও গুনতে পার

গাড়ি বাড়ি গুনতে পার

সহজভাবে আরও!

জোর করে যে শিখিয়ে দিল

গুনার আবিষ্কার

এই না হলে শিক্ষক সেরা

প্রাইমারি মাস্টার!

বিষয়: সাহিত্য

১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File