অপেক্ষাই শিরোনাম!

লিখেছেন লিখেছেন নাইস ০২ মে, ২০১৩, ১১:৪২:০৪ সকাল

টেকের দুইটা আম গাছে ডাল বাঁকানো আম ধরেছে। ঐ দিন গিয়ে দেখে আসলাম অনেক অনেক আম! কয়েকটা পেড়ে খেতে ইচ্ছে করেছিল বেশ। আমার দুইটা ভাইকেও অনেকদিন জেলে ভরে রেখেছে। গাছেও আমগুলো বড় হয়ে উঠছে। ঢাকা থেকে ভাইয়েরা কদিন পর বাড়ি আসবে। তাদেরে সাথে নিয়া আর ছোট ছোট কঁচিকাঁচাদের নিয়া একসাথে টেকে আম পাড়তে যাব। আহা কি মজা!

হে আল্লাহ! উভয়কেই তুমি বড় কর। হেফাজত করে রেখো। আমিন!

বিষয়: রাজনীতি

৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File