মরার আগে বাকশালের মার মরণ দেখতে চাই।
লিখেছেন লিখেছেন নাইস ১৯ এপ্রিল, ২০১৩, ১২:২৭:৪৮ দুপুর
দেশের খবর ভালা না রে
মনে শান্তি নাই
মরার আগে বাকশালের মার
মরণ দেখতে চাই।
চোখে নাহি ঘুম পেটে
খাওয়ার ধান্দা নাই
চল সকল দেশবাসি আজ
জেলের ভেতর যাই!
এই গরমে মাজলুম জেলে
থাকার যায়গা নাই
ঘরের ভেতর মুমিন আমি
কেমন মজা পাই!
মরলে শহীদ বাঁচলে গাজী;
সুখবর জানো ভাই?
আল্লাহর কাছে নিরপেক্ষর
কোন দামই নাই!
মাজলুমেরা কেঁদে বলে
বাঁচাও মুমিন ভাই
এই জালিমের নিপাত শেষে
বিজয় দেখতে চাই!
বিষয়: রাজনীতি
১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন