আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার!!

লিখেছেন লিখেছেন নাইস ১৩ এপ্রিল, ২০১৩, ১০:০৪:১৪ রাত



এমন ছবি দেখে কি আর চোখে পানি না এসে পারে?

পারে না!

মল্লিক ভাই তো আর নাই! আর কোন দিন দেখবো না প্রিয় মল্লিক ভাইকে।

আর কখনো একসাথে দাঁড়িয়ে মঞ্চের সামনের হাজারো তৌহিদি জনতার

সামনে সমকন্ঠে গান গাওয়া হবে না।

আমার ভাল লাগছে না যে আপনাদের সাথে কথাগুলো বলছি।

আমার প্রাণপ্রিয় সাঈদী ভাই!

কত জুলুমই না তাঁকে আজ করা হচ্ছে!

বড় কষ্ট হচ্ছে এসব ভেবে...

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নাই চিৎকার

বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার!

আমি আজ শুধু দোয়া করছি,

আমার মহান রব আমাদের সবার দোয়া কবুল করে নিবেন। আবার আমাদের প্রিয়া সাঈদীকে

আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। আবার তাঁর মুখে সেই পবিত্র কুরআনের তাফসীর

শুনতে যে কত মন চাইছে! আর মল্লিক ভাইকে যেন আল্লাহ জান্নাতের বাগানে ঘুমিয়ে রাখেন।

আমিন!!!

Ekhan theke..

বিষয়: রাজনীতি

১৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File