সেইতো তাঁহার জয়।।
লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ০৩ মার্চ, ২০১৩, ১০:২০:১১ রাত
না ডাকতেই দেন যে সাঁড়া
সেইতো তিনি প্রভূ,
তাঁহার অসীম দানের কথা
ভাবিস কি মন কভূ?
আকাশ হতে বৃষ্টি ঝড়ান, ছড়ান বিশ্বময়,
তাঁর হুকুমেই নদী বহে, জমীনে ফসল হয়।
রবি-শশী-তারায় জগত করেন আলোময়,
সেইতো তাঁহার জয়।।
না চাইতেই পূরাণ আশা
তিনিই তো সেই রব,
কত মহান সেইসে মালিক
করিস অনুভব!
সবই জানিস, বুঝিস এসব কিছুই মিথ্যা নয়,
তবুও কেন্ মানতে তারে এত কষ্ট হয়!!
তারপরও যে তাঁকেই ডাকিস জাগলে প্রাণে ভয়,
সেইতো তাঁহার জয়।।
(বিঃদ্রঃ কবিতাটি কেউ কোখাও শেয়ার করতে চাইলে লেখিকার নাম, কবিতার শিরোনাম বা কবিতায় কোনরূপ পরিবর্তন-পরিবর্ধন না করে শেয়ার করতে পারেন।)
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন