সংখা লঘুদের উপর শিবিরের অত্যাচারের - প্রকৃত রূপ

লিখেছেন লিখেছেন এলিট ০৩ মার্চ, ২০১৩, ১০:১১:১৩ রাত



ইদানিং ফেসবুকে ও অন্যান্য ব্লগে শিবিরের অত্যাচারের কথা শোনা যাচ্ছে। তারা পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, রগ কাটছে, খুন করছে আরো কতো কি। এসবের দলিল হিসাবে দুটি ছবি বারে বারে আমরা দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে শিবির কর্মীরা বুদ্ধ মুর্তি ভাংছে। দ্বিতীয় ছবিতে ধারালো অস্ত্রের কোপে নিহত একটি শিশুর ছবি। প্রথমটি অনেকে সহ্য করতে পারলেও পরের ছবিটি সহ্য করা আসলেই কঠিন। এই ছবি দেখে নিতান্ত ভদ্রলোকের মুখ থেকেও শিবিরের উদ্দেশ্যে গালি বের হবে।

কিন্তু অবাক কান্ড, এ ছবি দুটির একটিও বাংলাদেশের ছবি নয়। বুদ্ধ মুর্তি ভাঙ্গার ছবিটি গত আগস্ট মাসে ভারতের লখনো এর ঘটনা। নিহত শিশুর ছবিটিও ৭-৮ মাস আগের বার্মা (মায়ানমার) এর ঘটনা। এগুলো নিয়ে তখন সেই সব দেশে নিউজ হয়েছিল। আমি সেই নিউজের লিঙ্ক আমার এই লেখার শেষে দিয়েছি। আমার কথা বিশ্বাস না করে সেই নিউজ দেখুন।



এখন চিন্তা করে দেখুন, এগুলো কারা ছড়ায়, কেন ছড়ায়। আসলে জামাত-শিবির সম্পর্কে সাধারন মানুষের কোন ধারনা ভুল। আমরা অশিক্ষিত মৌলভি বলে যাদেরকে চিনি, শিবির আসলে অমন নয়। এরা ধর্মান্ধ নয়। প্রযুক্তি বলেন আর অস্ত্র বলেন সব কিছুতেই এরা সম্পুর্ন আধুনিক। ওরা ইন্টারনেটে বসে সাইবার যুদ্ধ করে। ওরা কুপিয়ে মানুষ মারে না, গুলি করে মারে। গোড়া বা অন্ধের মতন না বুঝে ঝাপিয়ে পড়ে না। আপনি যদি মনে করেন ওরা সাইদীকে বাচানোর জন্য আন্দোলন করছে, তবে আপনি ভুল করবেন। ওরা আন্দোলন করছে টিকে থাকার ও অবশেষে ক্ষমতায় যাবার।

এখন আপনি রাজনৈতিক (গুটিবাজি) চিন্তা করে দেখুন সংখা লঘুদের আক্রমন করলে ওদের কি রাজনৈতিক সুবিধা হতে পারে? কোন সুবিধা নেই। খালি বদনামই বাড়বে। ওই একই শক্তি প্রয়োগ করে তো তাদের বিরোধী দলের কিছু লোক মেরে ফেলা যায়। এতে শিবিরের সুবিধাও হয়। তা না করে তারা কেন সংখা লুঘুদের মারছে? সংখা লঘুরা তো তাদের নেতার বিচারও করছে না, তারা ইসলামের নামে বাজে কথাও বলে নি। তবে তাদের পেছনে লেগে শক্তির অপচয় কেন?

এখানে একটি রাজনৈতিক চাল রয়েছে। এসব করছে শিবিরের শত্রুরা। যে সব শত্রুরা ভারত আর বার্মার সন্ত্রাস শিবিরের সন্ত্রাস বলে চালাচ্ছে, সে সব শত্রুরা শিবিরের নামে চালানোর জন্য নিজেরাই সন্ত্রাস করছে। এতে তাদের ফায়দা রয়েছে। তারা এই দোষ শিবিরের ঘাড়ে চাপাতে পারে। দোষ চাপানোর আপ্রান চেস্টা যে তারা করছে, তা তো আপনারা দেখছেন। আর মিডিয়া তো তাদের রয়েছেই। প্রচার আর অপপ্রচার এর মাঝের দেয়াল তারা ভেঙ্গে ফেলেছে। এই কয়েক মাসে শিবিরকে নির্মুল করতে গিয়ে তারা এদের আরো শক্তিশালী করছে। এখন দেখা যাক এই শিবিরের হাতে তাদের পতন, তারা কিভাবে ঠেকায়।

লিঙ্ক ১। ( বুদ্ধমুর্তি ভাঙ্গা ) - http://speedkhabar.com/national-news/crime-news/2012/08/buddha-statues-vandalized-by-islamic-jihadists

লিঙ্ক ২। ( নিহত শিশু ) - http://naftalene.tumblr.com/tagged/rohingya

বিষয়: বিবিধ

১৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File