বাবা মিছিল
লিখেছেন লিখেছেন আত্নসমর্পণ ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫৬:০৫ রাত
তুমিতো শুধু বাবা নও আমার প্রিয় বন্ধুও তুমি
তাই তোমাকে খুব সহজেই বলা যায় অনেক কিছু
তুমি বাড়ি যেতে বলেছ
'নব কোন শুভ কিছু তোমার অপেক্ষায়'
তুমি লিখেছ
শুভ কি এতো বুঝেছি কিন্তু এত প্রযুক্তির যুগে
তুমি আজও চিঠি কেন লিখ আমি বুঝিনা
কেন যেন আমারও তোমার
চিঠি পড়তে দারুণ লাগে ভাল লাগে
আমারও তোমাকে লিখতে
তাই কখনো আপত্তি তুলিনা
তুমি বাড়ি যেতে বলেছ
বাবা আমি তো বাড়িতেই আছি
যখন আর্তের চিৎকার মিলে যায়
প্রহসনের গুঞ্জরনে
জালিমের কূট পদক্ষেপ
শেষ সীমা পেরিয়ে
মজলুমে মজলুমে কারাগার
ভরে ওঠে রক্ত ঝরে উথলে ওঠে
চাপা কান্না
তখনতো রাজপথেই ঠিকানা
প্রতিবাদ মিছিল সমাবেশ
এড়িয়ে যাওয়া যায় না
এখন ক্ষণে ক্ষণে
রক্তে জেগে ওঠে পূর্বপুরুষ
আতরের সৌরভ ধুয়ে যায় ঘামে
সত্যের উচ্চকিত কোলাহলে
বুলেটের আঘাত
ধারালো অস্ত্রে শরীর বিক্ষত
ফুলের মিষ্টি সৌরভে নয়
নয় জীবন জুড়ে আসন্ন কল্পসুখসুবাসে
মজলুম ভাইয়ের ঝরা রক্তের
রক্তিম ঘ্রাণে
তপ্ত সীসার তাজা গন্ধে
ঘেরা আমার বসুধা
মিছিলের শ্লোগান আমার ভালোবাসা
বাবা, বাসরের স্বপ্ন আর আসে না স্বপ্নে
স্বপ্নে আসে কারাগার কালো-বুট টিয়ারশেল
মজলুম চিৎকার হাসপাতাল
স্বজনহারা হাহাকার
বিচারালয় অবিচার রাজপথ
মিছিল প্রতিবাদ
একটি শুভ্র সকাল
ঐ উঁচু কঠিন পাহাড়ের যদি
কান থাকত চোখ থাকত
তবে মহাবিস্ফোরণে সে নিশ্চিত
বিদীর্ণ হয়ে দিগদিগন্তে ছড়িয়ে পড়তো
অনির্ণীত ক্ষোভে মহাশোকে
অথচ এত মানুষের মনে কিছুই হয়না
এই মানুষগুলোও কি সৃষ্টির সেরা
আমার বিশ্বাস করতে কষ্ট হয়
তুমি আমার কবিতার কথা লিখেছ
তুমি এমন কেন বলতো
সবার বাবা পরীক্ষার মার্কসের খবর নেয়
ক্লাসের খবর নেয়
আর তুমি কিনা আমার অগোছালো
অগভীর কথাগুলোকে কবিতা নামে ডাক
সেগুলোর নিয়মিত খবর নাও আবার সযত্নে পড়োও
এমনটা কোথাও শুনিনি এ জীবনে
একজন কবি একজন পাঠক
ছেলে কবি শুধু বাবা তার পাঠক
ছোট্র এই মধুময় জগতে
তো আমি ভালই ছিলাম
শুধু আমি ভাল থাকলেই কি চলে
সব মানুষের ভাল থাকা চাই
তাই আজ
কবিতার কোমল কন্ঠ
প্রতিবাদী বজ্র শ্লোগানে
খুঁজে পেয়েছে তার ঠাই
বাবা
এখন আর আমি কবিতা লিখিনা
শাদা খাতায় কালির কলমে
সে অনেক হয়েছে কবিতা
এখন কলম রক্তাত্ব শরীর
খাতা প্রশস্ত রাজপথ
'মুক্তিপাক মানবতা'
মিছিলের দীপ্ত শ্লোগানে
এ আমার শেষ কবিতা
বাবা
যদি চলে যাই তোমার আগে
তুমি যেন কেঁদো না
সবার সন্তানই তো আর বাঁচে না
মানুষ মারা যায় কিন্তু রব্বুল আলামীন
তো কখনই মরেন না
উনার মত ভালোও তোমাকে কেউ
বাসেনা
তবে কাঁদবে কেন বলো
শুভ ভাগ্যে যদি
আকাঙ্ক্ষিত শাহাদাত আসে
আমার দেহে নব কাফন পরিয়ো না
ঝরা রক্তে ওকাফনে লিখে নিয়ো
সেই চিরসত্য যা আমার শেষ শ্লোগান
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ
লাল শাদা এ কাফন ব্যানার
দিয়ো দিয়ে মুক্তির মিছিলে
বাবা
তুমি দোয়া রেখো ভাল থেকো
যদি এমনি হয় কষ্ট নিয়ো না
দেখা হবে হাসরে
বিষয়: বিবিধ
১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন