এই আমি বসে বসে ভাবি কত কি.................।
লিখেছেন লিখেছেন জিসান ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৮:৩৯ রাত
এই আমি বসে বসে ভাবি কত কি
কত রঙিন স্বপ্ন দেখি
মনের ক্যানভাসে হাজারও ছবি আঁকি
হতে পারে একটু পরে চলে যাবে প্রান পাখী
চিরতরে বুজে যাবে দুটি আঁখি।
এই যে ভোরের সূর্যটারে
হয়তো দেখবনা আগামী দিন ভোরে,
তার আগে চলে যাব অন্ধকার কবরে।
থাকব সেথায় একাকী।
সাজানো সংসার ছেড়ে
একাকী রবো আমি অন্ধ কবরে,
আসবে না কেহ কোনদিন দেখতে মোরে।
সবাই আমায় দিবে ফাঁকি।
সংগীত
জিসান আহমেদ
১৩,০২,২০১৩
ইটালি
বিষয়: বিবিধ
১৭৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন