টুডে ব্লগে প্রথম যাত্রা

লিখেছেন লিখেছেন আবু সাঈদ ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৭:৫৬ রাত

গত একবছরেরও বেশী সময় ধরে সোনার বাংলা ব্লগের নিয়মিত একজন পাঠক ছিলাম মাঝে মধ্যে কিছু ব্লগ লিখেছি আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবার সাথে কপি পেস্টের মাধ্যমেও শেয়ার করেছি । টুডে ব্লগে মাঝে মধ্যে আসলেও কোন আইডি না থাকার করনে কোন মন্তব্য কিংবা কোন কিছু শেয়ার করতে পারিনাই ।

কিন্তু এখন বাস্তব কারনেই টুডে ব্লগে নিয়মিত আসতে হচ্ছে এবং অনেক লেখায় কোন মন্তব্য বা কোন কোন লেখা শেয়ার করার লোভ আর ধরে রাখতে না পেরে একটা আইডি খুলে ফেললাম ।

আমার এই লেখার মাধ্যমেই প্রকৃত অর্থে টুডে ব্লগে আমার যাত্রা শুরু হল । আশা করছি আমার এই যাত্রার সঙ্গী হিসাবে টুডে ব্লগের সকল ব্লগার ও পাঠকদের কাছে পাব ।

আমিও টুডে ব্লগের সকল ব্লগার এবং পাঠকদের সঙ্গী হতে পারব ।

ও হে একটি কথা, আমি কিন্তু নিরপেক্ষ নই , আমি সত্যের পক্ষে । প্রকৃত সত্য যেখানে আমিও আছি সেখানে ।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File