আমরা নিচ্ছি শপথ আজ হাতে রেখে হাত, আনব আনব আনব ফিরিয়ে সোনালী প্রভাত।

লিখেছেন লিখেছেন জিসান ০১ মার্চ, ২০১৩, ১২:০৬:৫৫ দুপুর



আমরা নিচ্ছি শপথ আজ

হাতে রেখে হাত,

আনব আনব আনব ফিরিয়ে

সোনালী প্রভাত।

কোরআনের রাজ গড়ব বলে

যে ভাইটি এলো মিছিলে,

হায়নার তাণ্ডবে ঝরে গেল প্রান অকালে।

ফিরব না আর ঘরে ফিরবনা

ভেঙে না দিয়ে সে হায়নাদের হাত।

তাওহিদী জনতার এই সংগ্রাম

চলবে চলবে চলবে অবিরাম

যতদিন না উড়বে বিজয় নিশান

তাগুতের মসনদ ভাঙবে না যতদিন

যতদিন না যাবে আঁধার রাত।

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File