নিরাপত্তা ও শান্তির খোঁজে>>>

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৭ মার্চ, ২০১৩, ০১:৫৪:৫২ দুপুর



এখন বাংলাদেশে কি ঘটছে???

এটা বলার অপেক্ষা রাখেনা ।। সারাদেশে চলছে হরতাল ।। চলছে সরকারের পোষা পুলিশের পাখির মত গুলি করে সারা বিশ্বে একটি নজির স্থাপন করা ।। চলছে গ্রেপ্তার ও থানায় নিয়ে নির্যাতন ।।

বাংলার মানুষ এখন সদা খুঁজে ফিরছে নিরাপত্তা ও শান্তির স্থল।। কিন্তু তাদের সেই খুঁজে ফেরা সদা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে ।।

বাসায় যখন একজনকে গ্রেপ্তার করতে এসে পাচ্ছে না তখন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বাসার অন্য কাউকে নিয়ে গিয়ে নির্যাতন চালাচ্ছে ।। তাই বাসায়ও নেই নিরাপত্তা।।

আর যখন বাসা থেকে কারো সন্তান পড়াশুনা বা অন্য কাজে বাইরে যাচ্ছে তখন অনেক পিতা-মাতায় চিন্তায় থাকছেন ।। আমার সন্তান কখন বাসায় ফিরবে, আদৌ কি সে নিরাপদে বসায় ফিরে আসতে পারবে কিনা ???

এর সমাধান আমার জানা নেয়।।

আপনাদের কারো কাছে কি জানা আছে ???

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File