স্বাক্ষি থেকো মহাকাল ঐ যুবকের রক্তের রঙ ছিল লাল!
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ০৭ মার্চ, ২০১৩, ০১:৫৫:০২ দুপুর
রাজপথে ছোপ ছোপ রক্তের দাগ!
বাতাশে আঁশটে নোনা গন্ধ!
নিথর দেহ নিস্তেজ হয়ে পড়ে আছে ধুলোর উপর
ইটে লেগে আছে কিছু ছিন্নভিন্ন মাংশপিন্ড!
হে বিশ্ববিবেক, তুমি কি জান ওগুলো কার?
ওগুলো কোন শিয়াল কুকুরের নয়।
ওগুলো এক মানবের ক্ষয়ে যাওয়া অঙ্গ!
একটু স্বচ্ছ রোদের পিপাসায় সে দিন সে মাঠে নেমে ছিল,
চেয়েছিল একটি সুহাসিনী ভোর!
বড় বেশিই কি হয়েছিল চাওয়া?
এতই কি ছিল অপরাধের ব্যাপ্তি- যে নরকের প্রেতাত্মার দল
হিংস্র কামড়ে শুষে নেবে তার শিরায় বয়ে চলা বেঁচে থাকার স্বপ্ন?
তার আজন্মের লালিত মানবাধিকার?
হে বিকলাঙ্গ বিবেকের দল শোন,
বল কোন অন্যায়ে আজ মানবতার গলায় পুলিশী বুটের দাগ?
কত রক্ত খেলে মিটবে তোমাদের রক্তশোষার সাধ?
দেখো হে ধর্ষিত সমাজের স্বৈরাচারীর দল
শহীদের রক্তে আজ ঐ সূর্য লালে লাল-
লাশের মিছিলে ভরাট গঙ্গা,পদ্মা মেঘনার জল লাল
কলঙ্কিত বিশ্বমানব ইতিহাস!
হে মহাকাল তুমি স্বাক্ষি থেকো
তুমি বলে দিও ঐ যুগান্তরের মনুষ্যত্বের কান্ডারীদের
ঐ যুবকের রক্তের রঙ ছিল লাল
রক্তের রঙ ছিল লাল!
বিষয়: সাহিত্য
১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন