ঈদের আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে !!
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২৮ জুলাই, ২০১৪, ১২:০৪:০৭ রাত
দেশে থাকতে ঈদের দিন অনেক আনন্দ-ই হতো। আব্বার পেছনে প্রায় ঈদেই ৬ ভাই মিলে ঈদের জামায়াতে শরীক হওয়া। আরও কত আনন্দ !! নতুন পোশাক পড়া, বড়দের কাছ থেকে ঈদ সেলামী নেওয়া ইত্যাদি।
কিন্তু প্রবাসে আসার পরে সেই আনন্দ কোথায় যেন হারিয়ে গেছে !! আল্লাহ চাইলে এই নিয়ে পরিবারকে ছাড়া প্রবাসে তৃতীয়তম ঈদ পালন করবো। সত্যি বলতে কি, বিশ্বাস করবেন কিনা জানিনা।
আমার পরিবারকে ছাড়া ঈদ করতে যতোটা খারাপ লেগেছে তার চেয়ে অধিক অধিক গুন বেশী খারাপ লেগেছে সেই সব নির্যাতিত মুসলিমদের কথা ভেবে।
গত দুইটা ঈদ গেছে মিসরের মানুষগুলোর দিকে তাকিয়ে আর আল্লাহ চাইলে এবারের ঈদটা যাবে ফিলিস্তিনের মানুষগুলোর দিকে তাকিয়ে।
কিসের আনন্দ করবো বলুন।
গাজার কিছু শিশু গত ঈদেও বাবার কিনে দেওয়া সুন্দর পোশাক পড়ে বাবার সাথে গিয়ে ঈদের জামায়াত আদায় করেছে। কিন্তু এবার ?
গত কয়েকদিন আগে ফেবুতে আমার শেয়ার করা একটি ছবিতে শিশুটি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে কিন্তু তার মা চলে গেছে না ফেরার দেশে। যে সময় শিশুটির মায়ের কোলে থাকার কথা ছিল। তা না থেকে সে এখন হাসপাতালে কাতরাচ্ছে।
কিছু বলার নেই !!
তবুও সবাইকে ঈদের শুভেচ্ছা ‘’ঈদ মোবারক ‘’
সবার প্রতি অনুরোধ দয়া করে ফিলিস্তিনিদের জন্য প্রান খুলে দোয়া করুন। সাথে সাথে সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্যও। আল্লাহ তাদের হেফাজত করুন, আমীন...
বিষয়: বিবিধ
১৪০১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
মন্তব্য করতে লগইন করুন