এক নজর দেখে নিন । বিদেশী মুসলমানদের ঈদের আনন্দ ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৮ জুলাই, ২০১৪, ১২:২৬:১৯ রাত

এক নজর দেখে নিন ।



বিদেশী মুসলমানদের ঈদের আনন্দ ।



আমার গাজার মিশরের সিরিয়ার ভাই বোনেরা ,

ছেলেমেয়ে ভাইবোন স্বামী সন্তান পরিবার ঘর বাড়ি সব হারায়ে স্বর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে গোলা বারুতের গ্রানের মাঝে কেমন ঈদ কাটাচ্ছে ?



কিভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন । ?





ঈদের আনন্দ আপনি মুসলিম হলে আপনার ভাই বোন এমন অবস্থ্যা থাকলে কি করতে পারতেন ?



[

সব মুসলিমরা একই শরীলের বিভিন্ন অঙ্গের মত ।এক জায়গা আহত হলে সারা দেহ ব্যাথা অনুভোব করে ।

আপনি সেই রকম অনুভব করছেন ?



তাদের কথা ভেবে আল্লাহর কাছে তাদের জন্য সাহায্য চেয়ে কায়মনো বাক্যে প্রার্থনা করুন ।



আর কিছু না পারেন অনন্ত তা

আল্লাহ আপনার দোয়া কবুল করেও নিতে পারেন ।

আর উনারা পাবেন জুলুমবাজের জুলুম থেকে মুক্তি আর কাফের জন্য রচিত হবে জাহান্নাম ।



উঠ বাবা ।আমার জন্য নতুন জামা আর মায়ের নতুন কাপড় আনবে না ঈদ করার জন্য। সে জানে না যে তার বাবার এই শান্তির ঘুম আর কেউ ভাঙ্গাতে পারবে না।



এই বাচ্ছার মা বাবা কিভাবে ঈদের আনন্দ পাবে?



বিষয়: বিবিধ

২৮৭০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248934
২৮ জুলাই ২০১৪ রাত ০১:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু বিদেশের চিন্তা কেন। একজন মানুষ জেলগেট থেকে অপহৃত হয়েছেন আজকে দুইদিন। কোন খবর নাই তার। তার পরিবারের কথাও চিন্তা করতে হবে আমাদের।
২৮ জুলাই ২০১৪ রাত ০১:৫৭
193427
সত্যলিখন লিখেছেন : আমি এই বিষয়টা নিয়ে আগামী কাল একটা লিখা লেখার চিন্তা করছিলাম । ডাঃ মানিক ছেলেটা অনেক ভাল ছেলে।
২৮ জুলাই ২০১৪ রাত ০৪:২৫
193434
আবু সাইফ লিখেছেন : দুনিয়াটাইতো আমার পরিবার!!
কার জন্যই বা ব্যথা বেশী/ কম!!
গাজা মিশর ইরাক সিরিয়া ইউরোপ
আমেরিকা চীন ইউক্রেন রাশিয়া
মায়ানমার শ্রীলংকা হিন্দুস্তান
আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ....
সবই তো আমার ...
২৮ জুলাই ২০১৪ দুপুর ১২:১৩
193455
সত্যলিখন লিখেছেন : ‘যদি আল্লাহ তোমাদের অন্তরে কোন
কল্যাণ আছে বলে জানেন,
তাহলে তোমাদের
থেকে যা নেয়া হয়েছে, তার
চেয়ে উত্তম কিছু দেবেন
এবং তোমাদেরকে ক্ষমা করবেন, আর
আল্লাহ ক্ষমাশীল, পরম
দয়ালু।‘ (আনফাল : ৭০
২৯ জুলাই ২০১৪ দুপুর ১২:০০
193631
সত্যলিখন লিখেছেন :



248949
২৮ জুলাই ২০১৪ রাত ০২:০৯
সন্ধাতারা লিখেছেন : Jajakalla sister.
২৯ জুলাই ২০১৪ দুপুর ১২:০০
193632
সত্যলিখন লিখেছেন :



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File