'' ইরানের মাটিতে প্রিয় স্বদেশের প্রদর্শনী ''
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৬ মার্চ, ২০১৪, ০৮:১৯:৫৭ রাত
গতকাল সকাল ৯ টার দিকে শুরু হওয়া '' তেহরান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ডে '' উপলক্ষ্যে বিভিন্ন দেশের প্রদর্শনী অনুষ্ঠান শেষ হয় দুপুরের কিছু সময় পরে।
১৩ টি দেশের স্টলের মাঝে ২য় নম্বর স্টলটি ছিল লাল সবুজের দেশ বাংলাদেশের।
স্টলটি ছিল সাদামাটা প্রিয় স্বদেশের ঐতিহ্যবাহী কিছু স্থাপনা ,দর্শনীয় কিছু স্থান, খাবারের ইত্যাদির কিছু পোষ্টার এবং কিছু দেশীয় পোশাকে সমৃদ্ধ।
সময় পার হয় আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং ইরানি সাংবাদিকদের সমাগম বাড়তে থাকে।
গতকাল স্মৃতির পাতায় কিছু মুহুর্ত জায়গা করে নেয়ার মত ছিল !!
তার মধ্যে একটি মুহুর্ত হল বিশ্বের প্রায় ৩০ টি দেশের ইরানে নিযুক্ত রাষ্ট্রদুতদের কাছে প্রিয় মাতৃভূমিকে উপস্থাপনা করা।
মাঝে মাঝে ঘটেছিল আমাদের স্টলের সম্মুখে তাদের আগমন।
গতকাল জীবনের একটা অন্যরকম দিন অতিবাহিত করেছি , উপলব্ধি করেছি অন্যরকম এক অনুভুতি !!
আর জীবনের সাথে যুক্ত হয়েছে নতুন এক অভিজ্ঞতার ঝুলি !!
আলহামদুলিল্লাহ ...
সাথে ছিলেন শহিদ খান ও সাজিদ করিম ভাই..
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ খারাপ খবরের ভিড়ে এই সুন্দর পোষ্টটির শেয়ার করার জন্য।
পোস্টার গুলোর সাথে আরবী হরফের বর্ণনা দেখা যাচ্ছে । ভাল চিন্তা । গোল চিন্হিত ছবিটি বাংলাদেশের কোন জায়গার ?
ভালই পোস্ট দিয়েছেন ।
মন্তব্য করতে লগইন করুন