মিসরের বর্তমান অবস্থা নিয়ে ইখয়ানুল মুসলিমীনকে কাছ থেকে দেখা এক ভাইয়ের সাথে কিছুক্ষন ...
লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৮ জুলাই, ২০১৩, ০৪:১৮:৩০ বিকাল

বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা অধীর আগ্রহে টিভি চ্যানেল অথবা অনলাইন যে কোন মাধ্যমে খুজে ফিরছেন মিসরের শেষ পরিস্থিতি কি তা জানার জন্য ।
আমি মিশরের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষন আগে মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রের সাথে ( যিনি বর্তমানে ইরানের ইমাম খোমেনি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছেন ) কথা বললাম...
তিনি যা বললেন...
-আমি ইখয়ানুল মুসলিমিনকে খুব কাছ থেকে দেখেছি , তারা হাসান আল বান্না, সাইয়েদ কুতুব আল শহীদ, জয়নব আল গাজালির উত্তরসুরী তাদের যতই হত্যার হুমকি দেয়া হোক তারা শাহাদাতবরন করে নিবে তবুও ইসলাম প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে...
আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তারা কি সশস্ত্র সংগ্রামে যেতে পারে ?
- তিনি এক কথায় বলেছেন না... না
তিনি আরও বলেন আমেরিকা ইজরাইল চাইনা মিসরে ইসলাম প্রতিষ্ঠিত হোক , এটা তাদেরই ষড়যন্ত্র ...
আমার প্রশ্ন ছিল তার কাছে আপনি কি মনে করছেন এভাবে আন্দোলনের মাধ্যমে মুরসিকে আবার প্রেসিডেন্ট হিসাবে ফিরে পাবে মিসরবাসী ?
-তিনি মনে করেন সেটা অনেক কঠিন হবে ... তবে আল্লাহ চাইলে সবই সম্ভব ...
আরেকটি প্রশ্ন ছিল আমার পক্ষ্য থেকে তার কাছে ,
আপনার কি মনে হয় গনহত্যার মাধ্যমে ইখয়ানুল মুসলিমিনকে নিস্তব্ধ করে দেওয়া সম্ভব ?
- তিনি বললেন তা আমার মতে , অসম্ভব কারন হিসেবে তিনি যা বললেনঃ ইখয়ানুল মুসলিমিন একদিনে গড়ে উঠা কোন সংগঠন নই, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত এই সংগঠনের নেতা কর্মীরা..
তিনি আরও বলেন এখনও যদি কোন নির্বাচন দেওয়া হয় ইখয়ানুল মুসলিমই ইনশা আল্লাহ জয়ী হবে...
তিনি সবার কাছে দোয়া চাইলেন মিসরের জন্য
বিদ্রঃ কথা হয়েছিল ফারসি ভাষায়
বিষয়: বিবিধ
২৬৩১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন