রশীদ গানুশীর চিঠি মিশরবাসীদের প্রতি

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৮ জুলাই, ২০১৩, ০৪:১৫:১৩ বিকাল

মিশরের বিপ্লবীদের প্রতি তিউনেশিয়ার ইসলামিনেতা আন-নাহদা প্রধান রশীদ গান্নুশীর চিঠি —

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

হে মিসরবাসী ! হে মহানবিজয়ী আমর বিন আস , সালাহউদ্দীন আইয়ুবী এবং কুতুজের উত্তরসুরীরা …ইতিহাস আবার থমকে দাড়াল (ইসলাম এবং স্বাধীনতার ইতিহাস) ... আরববসন্তের প্রবাহ তোমাদের সিদ্ধান্ত এবং কর্মের অপেক্ষা করছে ।

তোমরা কি অবিচল থাকতে পারবে না বহুজাতিক চক্রান্তকারী গণতন্ত্র এবং স্বাধীনতার অস্বীকারকারী এবংপ্রত্যাখ্যানকারীদের মোকাবেলায় । তোমরা কি দৃঢ় থাকতে পারবে না যেভাবে তোমাদের পূর্বসূরীরা তাদের বীর নেতাদের পিছে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে ছিলেন ।

শক্তপ্রাচীর অটুট বিন্যস্ত সারিবদ্ধ বন্ধনে। ইসলাম , স্বাধীনতা , গণতন্ত্র এবং আধুনিকতার বন্ধনে ।

হে মিসরবাসী , যদিও আরববসন্তের স্ফুলিঙ্গ তিউনেশিয়া থেকে ছড়িয়ে পড়েছে কিন্তু মিসরে গিয়ে এটা জালিমদের মসনদেদাবানলে রূপান্তরিত হয়েছে ।

এখন এই বসন্তের ভাগ্য তোমাদের হাতেই , যে এর সম্মান আর যে দায়িত্ব সব। আল্লাহর নামে , রাহীমের নামে এবং এই উম্মতের নামে দোহাই দিচ্ছি যে তোমরা অবিচল থাকো । তোমরা ঘরে ফিরিওনা যতক্ষণ না তোমরা তোমাদের প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করছ ।

যতক্ষণ না সত্যকে তার মহিমান্বিতস্থানে ফিরিয়ে দিয়েছো , যতক্ষণ না স্বাধীনতাকে এবং গণতন্ত্রকে তার রাস্তায় ফিরিয়ে দিয়েছো। শরীয়তকে তার স্থানে ফিরিয়ে দিবে যাতে তোমাদের নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিই আবার সে পদে অধিষ্ঠিত হন যে পদের জনগণ তাকে নির্ধারণ করেছে ।

এর দ্বারা এটা যে শুধু মিসরবাসীর বিজয় হবেতা নয় বরং এটা বিপ্লব , স্বাধীনতা , গণতন্ত্র এবং ইসলামের বিজয় ।

শায়খ রশীদ গান্নুশী

শনিবার ফজর , ৬-৭-১৩

মুল কপিঃ

الاخوان المسلمون " تربيةجهاد و دعوه"

رسالة الشيخ راشد الغنّوشي إلى الشعب المصري الثائر بالملايين ضدّ الإنقلاب العسكري والمرابط بالساحات والشوارع في المحافظات المصرية.

بسم الله الرحمان الرحيم

أيها المصريون, يا أحفاد الفاتحين العظام ابن العاص وصلاح الدين وقطز... مرة اخرى يقف التاريخ (تاريخ الاسلام و الحرية) و مصير الربيع العربي ينتظر قراركم وفعلكم.. هل تصمدون في مواجهة أشتات المتآمرين الكارهين الرافضين للحرية والديمقراطية؟

هل ستصمدون كما فعل أجدادكم العظماء وراء رئيسكم البطل و الجسور.. وقوفا في صف القيم والمبادئ، صف الحرية و الإسلام و الديمقراطية و الحداثة؟

أيها المصريون الأبطال لئن انطلقت شرارة الربيع العربي من تونس فإنها تحولت في مصر حريقا لعروش الطغاة والآن مصير هذا الربيع يضعه القدر بأيديكم ، فأي شرف وأي مسؤولية؟

باسم الله، باسم الرحيم، باسم الأمة، أناشدكم أن تثبتوا كما عهدناكم ولا تعودوا لبيوتكم حتى تنجزوا ما وعدتم، حتى تعيدوا الحق الى نصابه، وتعيدوا قطار الحرية و الديمقراطية إلى السكة و تُرجعوا الشرعية الى أصلها فيستمر الرئيس المنتخب الرئيس مرسي إلى ما انتدبه له الشعب المصري.

فيكون بذلك ليس نصرا للإرادة المصرية فقط بل أيضاً نصرا للمبادئ، للديمقراطية، وللحرية و للإسلام.

الشيخ راشد الغنّوشي

فجر يوم السبت 06-07-2013

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File