¤sopno-tukai¤
লিখেছেন লিখেছেন হুমাইরা২০ ০৬ এপ্রিল, ২০১৩, ০৭:৫৭:১১ সকাল
স্বপ্ন নগরীতে আমার বসবাস।
ব্যস্ত তার সাথে আমার সহবাস,
নগরীর অলি-গলি তে পড়ে থাকা স্বপ্ন কুড়িয়ে আনি।
আমি স্বপ্ন নগরীর টোকাই;স্বপ্ন টোকাই
স্বপ্ন খুঁজি,স্বপ্ন কুড়াই
বাঁচার স্বপ্ন,দেখার স্বপ্ন,হাসার স্বপ্ন
বাধাহীন বেঁচে থাকার স্বপ্ন,স্বাপ্নিকে হারিয়ে যাওয়ার স্বপ্ন,
চারপাশ গড়ে তোলার অদম্য লালিত স্বপ্ন,
নগরী পেরিয়ে দিগন্ত ছাড়িয়ে উদ্ভাসিত হওয়ার স্বপ্ন,
আমি স'বি কুড়াই।
আনাচে- কানাচে পড়ে থাকা যত;সাদা স্বপ্ন কালো স্বপ্ন,রঙ্গিন স্বপ্ন, ধূসর স্বপ্ন হরেক স্বপ্ন,
ভয়ার্ত স্বপ্ন,বীভত্স স্বপ্ন,মানবতার রক্তাক্ত স্বপ্ন অথবা অন্ধকারে light-পোষ্ট এর আলো'র স্বপ্ন।
এ নগরীর আমি'ই একচ্ছত্র টোকাই।
বিষয়: বিবিধ
২০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন