আজ ৬ এপ্রিল। এই ৬ এপ্রিলেই আরব বসন্তের ঝড় আঘাত হেনেছিল মিশরে।

লিখেছেন লিখেছেন পটাশিয়াম নাইট্রেট ০৬ এপ্রিল, ২০১৩, ০৭:৫০:১৯ সকাল

আজ ৬ এপ্রিল। এই ৬ এপ্রিলেই আরব বসন্তের ঝড় আঘাত হেনেছিল মিশরে। এবার বাংলাবসন্তের ডাক এসেছে একই দিনে।

বিদেশের বন্ধুরা সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টুইটারে ঝাঁপিয়ে পড়ুন। চেতনা আর বিশ্বাসের আগুনে জ্বালিয়ে দিন বাতিলের মসনদ। এখানে (আমেরিকার পশ্চিম উপকূলে)একটু পড়েই নামবে রাত। আজ সারারাত ঘূমানোর ইচ্ছা নাই। আমি ও থাকতে চাই সেই সংগ্রামী মানূষের ভীড়ে। সারারাত জেগে থেকে বাংলাদেশের তৌহিদী জনতার সাথে একাত্ম থাকতে চাই।দেশ থেকে প্রতিটা আপডেটে থাকবে আমার দৃষ্টি । টুইটারে টুইট করে যাবো। যদি সম্ভব হয় আপনারা ও আল-যাযীরা, বি বি সি, সি এন এন সহ অন্যান্য মিডিয়ায় কল করে , ই-মেইল করে বা ওদের চ্যানেলে টুইট করে আজকের গণ-বিস্ফোরণের কথা এবং আপনার সংহতির কথা জানিয়ে দিন।

সত্য-মিথ্যার এ লড়ায়ে বন্ধু আমাদের যে জিততেই হবে!

বাংলা বসন্তের ডাকের এই ভিডিও ক্লিপটি উপভোগ করুন।

http://www.youtube.com/watch?v=Qih3g38wslA&feature=youtu.be

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File