Valo achi!

লিখেছেন লিখেছেন হুমাইরা২০ ২৫ এপ্রিল, ২০১৩, ০৩:৩৫:৪৩ দুপুর

অনুভবের মাত্রা টা শূন্য বলেই হয়তো উদাসীনতার বিশাদময় আলোড়ন মস্তিস্ক আবৃত করে রাখে।অনুভূতি ই'বা হবে কেন?এইতো আমি দিব্যি ভালো আছি..অনুভূতি থাকলে কি আর নীরব সাজে বসে থাকা যেত!চাপা পড়া অস্তিত্ব গুলো আমার কেউ নয়। নিন্মবিত্তের কিছু জঞ্জাল।এদের জীবন নিয়ে এতো ভাবনারি দরকার পড়েনা..আজ অব্দি এদের নিয়ে কিছুই তো ভাবিনি!

কিন্তু কি সাহস এরা স্বপ্ন দেখবে!বাঁচতে চাইবে!

ছেলেহারা মা অসহ্য বেদনায় বুক চাপ্‌ড়াবে হয়তো স্বামী হারা নিষ্পাপ মেয়েটি অপেক্ষার প্রহর গুনবে আর দু'চোখ রক্তাক্ত হবে।কোনো শিশু হয়তো এতিম হয়ে পথ্য হবে...তাই বলে আমার কি হবে!আররে এদের জন্মই তো এভাবে মরার জন্য।

চলো আমরা বরং ফন্দি করি..মৃত্যু স্তূপ টাকে রাজনীতিতে ভাসিয়ে দেই....আহ,এতো হেলাফেলার ইস্যু নয়..

হ্যাঁ গরম বাতাসে অন্য এক গরম ইস্যু রাজনীতির ঘোলাটে সাগরে ভাসিয়ে দেই চলো..

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File