smriti'r chera pata

লিখেছেন লিখেছেন হুমাইরা২০ ০৫ এপ্রিল, ২০১৩, ০৯:০৪:৪৯ সকাল

স্মৃতির ছেঁড়া পাতা

পড়ন্ত বিকেল ঘেঁষে নুয়ে পড়া সূর্যের মাঝে আর্তি খুঁজে,

আমি খুঁজে ফিরি;

অসীমে হারিয়ে যাওয়া

কোন এক স্মৃতির পাতা

নাটাই ছেঁড়া ঘুড়ি হয়ে

উড়ে উড়ে যায়..

নীলের অন্তড়ালে হারায়..

সেই অভিমানী স্মৃতি না ফেরার ক্রন্দনে,

বিষাদের আবরণে ভেসে যায়।

তাই স্মৃতি'র হাট বাজারে হাতড়ে বেড়াই;

মহাপ্রলয়ে হেলে পড়া সেই স্মৃতি।

হতাশার আতশবাজিতে

চমকে উঠি..

ফের্‌ খুঁজে বেড়াই সেই

স্মৃতির ছেঁড়া পাতা।

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File