'গণজাগরণ' থেকে 'গণবিভাজন'?
লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ০৫ এপ্রিল, ২০১৩, ০৯:১২:০৪ সকাল
বিচার চলাকালে বিচারালয়ের কাছে জড়ো হয়ে রায় ডিকটেট করা আদালতের ওপর চাপ সৃষ্টি করার শামিল। বিচারকরা কাকে কী শাস্তি দেবেন, সে ব্যাপারে তাঁদের পূর্ণ এখতিয়ার নিশ্চিত থাকতে হবে। সবাইকে ফাঁসি দিতে হবে, ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মানা হবে না, যত দিন ফাঁসি না হচ্ছে তত দিন এখান থেকে যাব না; ইত্যাকার বক্তব্য আদালতের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন ট্রাইব্যুনাল যদি কাউকে ফাঁসি দেন তাহলে বিবাদীপক্ষ বলবে 'চাপের মুখে এই রায় দেওয়া হয়েছে'। আর যদি কাউকে ফাঁসি না দিয়ে অন্য দণ্ড দেওয়া হয়, তাহলে আন্দোলনকারীরা বলবে আদালত 'যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছে'!
সবচেয়ে বিপজ্জনক ও দুশ্চিন্তার বিষয় হচ্ছে, শাহবাগের আন্দোলনকে কেন্দ্র করে গোটা দেশ যেন দুটি শিবিরে বিভক্ত হয়ে পরস্পর মুখোমুখি অবস্থান নিয়েছে। এর পরিণতি শুভ হতে পারে না।
'গণজাগরণ মঞ্চ' ক্রমেই পরিণত হচ্ছে 'গণবিভাজন মঞ্চে'।
আর কতকাল ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগ এভাবে অবরুদ্ধ হয়ে থাকবে? মঞ্চটা এখন কিছু ছোট করা হয়েছে, উচ্চতা কিছু কমানো হয়েছে। জনসমাগমও কমে আসছে।
ইতি টানার এখনই সময়।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন