উপন্যাসঃ ও প্রিয়া তুমি হারালে কোথায়।

লিখেছেন লিখেছেন এমদাদুছ্ল হক এমরান ১৫ এপ্রিল, ২০১৩, ০২:৩৪:০৫ দুপুর

বুঝার বয়স থেকেই লেখা লিখির একটু একটু অভ্যাস গড়ে উঠে। কোন কিছু দেখলেই ছন্দ মিলিয়ে ফেলাতাম, তেমনি ভাবে কয়েকটি কবিতা ও লিখে ফেলেছি কিন্তু মান যাচাই করতে পরিনি। পাশাপাশি একটি উপন্যাস ও লিখেছিলাম সেই ২০০১ সনে। নামঃ ও প্রিয়া তুমি হারালে কোথায়।

আজ ২০১৩ সনে এসে কবিতা ও উপন্যাসটি খুলে পড়লে কেমন যেন বিলু স্ট্যান্ডাড লাগে তাই প্রকাশ করা হয়নি। তবে ইচ্ছে আছে অনলাইন ভার্সনে ব্লগে প্রকাশ করব। বন্দুদের মতামতের উপর নির্ভর করবে এই উপন্যাসের ভবিষ্যৎ। আশাকরি বন্দুরা পড়ে মন্তব্য করবেন।

অনলাইনে পড়তে এখানে ক্লিক করুনঃ- O Priya Tume Harale Kothai

বিষয়: বিবিধ

৩৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File