দলীয় বন্দনা !

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৫ অক্টোবর, ২০১৩, ০৯:৩৪:৪৭ সকাল

দলীয় বন্দনা !

শোনেন শোনেন ভাই বোনেরা ,

শোনেন দিয়া মন ,

একটি দলের দুরাবস্থা

করিগো বর্ণন !

চাপাবাজ ,গলাবাজ

দলের মুখপাত্র ,

এত বছর হয়ে গেল ,

তবু ও সে ভারপ্রাপ্ত !

নোবেল পুরস্কার পাবে সে "চাপাবাজিতে",

ব্যস্ত তাই ইউনুসের "চামচামিতে" !

দলটি যখন বলে তারা দুর্নীতির বিরুদ্ধে ,

তাইনা শুনে "হওয়া ভবন" লজ্জায় মুখ ঢাকে !

বড়াই করে বলে তারা "অনেক বড় দল" ,

জামাত-হেফাজতিদের কাঁধে চড়ে করে আন্দোলন !

বিষয়: রাজনীতি

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File