হায় কেন এই লেখাটা বিশ্বাস করে সত্যপন্থী হইনি'?
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪২:২৫ সকাল
তোমাদের সাথে ঈসা (আ) এর জাতির কোনো তফাত নাই ;
তাদেরই মত সমাজের সত্যপন্থী, দরিদ্র, ভালো মানুষদের
মিথ্যাবাদী শাসকের
অপপ্রচারে ভ্রান্ত হয়ে -
অন্ধ-আবেগে আপ্লুত হয়ে -
হত্যা করতে চাও।
তোমাদের সাথে শোয়ায়েবের (আ) জাতির কোনো তফাত নেই;
তাদেরই মত তোমরা দুর্বলেরে ঠকাও,
নিজের লাভটা বুঝে নাও, প্রতারক আর ডাকাত সেজে অসহায়কে অত্যাচার কর;
তাদেরই মত ধর্ম (প্রার্থনা) থেকে জীবন-সংসার কে আলাদা করতে চাও (ধর্মনিরপেক্ষতা )।
তোমাদের সাথে মহানবীর শত্রুদের কোনো তফাত নাই;
সত্যাশ্রয়ী দের অমানবিক অত্যাচার কর - হত্যা কর - কষ্ট দাও;
ইসলামের যেকোনো যুক্তি, নীতিকথা তোমরা উড়িয়ে দাও;
না-বুঝে নাস্তিকতার ছায়াতলে আশ্রয় নিয়ে হক-কথার বিরুদ্ধে খরগ-হস্ত হও;
ভুলে যাও সেদিনের কথা যেদিনের (বিচার দিবসের) ভয়াবহতায়
পৃথিবীর এক মৃত-নবজাতকের চুলও ধূসর হয়ে যাবে!
হে শাহবাগের আন্দোলনকারীদের সমর্থকরা
কোরআনের পথে ফিরে এস ;
মন্দ-নেতাদের বর্জন কর নিজের ভালোর জন্যই ।
না-বুঝে প্রমান ছাড়া ভালো মানুষদের অপবাদ দিও না,
নিজের ভালো কাজগুলো নি:শেষ করে দিও না
নির্বোধ মিথ্যা নেতাদের মত;
অনন্ত কালের জন্য ক্ষতির মাঝে ডুবে যেও না।
হে শাহবাগের আন্দোলনকারীদের সমর্থকরা,
তখন যেন আফসোস না কর - 'হায় কেন এই লেখাটা বিশ্বাস করে সত্যপন্থী হইনি'?
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের হুশ ফিরে আসবে কি.......!!!
মন্তব্য করতে লগইন করুন