ব্যক্তি স্বাতন্ত্র পরাহত, বিপন্ন গনতন্ত্র (!)
লিখেছেন লিখেছেন এমআরআই ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫৮:১৫ সকাল
বাকশালী ও ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ব্যাংক ভাংচুর, লুটপাঠ, আগুন দেয়া, পত্রিকা জ্বালিয়ে দেয়া স্বাধীন গনমাধ্যম বন্ধের হুমকি ইত্যাদি বিষয়গুলি ৭৩-৭৪ ঘটনার পূনরাবৃত্তি। মাহমুদুর রহমানকে অন্তরের অন্তস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দেশের এই ক্রান্তিকালে সত্য ন্যায় ও গনতন্ত্রের পথে অটুট থেকে লড়াই চালিয়ে যান। গৃহপালিত মিডিয়াগুলিতে বাম আর রামরা এসে ভর করেছে। সত্যের অপলাপে মিথ্যার বেসাতি ছড়াচ্ছে। গতকাল একটি চ্যানেলে মাহী বি চৌধুরী বললেন শাহাবাগের দাবীগুলির একটি হলো কিছু প্রতিষ্ঠানকে বয়কটের ঘোষনা দেয়া হয়েছে; এখানে তিনি আগ বাড়িয়ে বললেন শুধু বয়কট করলে হবে না বন্ধ করে দিতে হবে। শুধু তাই নয় তারা যাতে একোমোডেট হতে না পারে সে ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নিতে হবে। মাহী সাহেবরা ভীত সন্ত্রস্থ হয়ে এই ধরনের বাক্যালাপ করছেন। মাহী বিরা যদি রাজনীতিবীদই হন তাহলে আদর্শকে ভয় পাবেন কেন। আদর্শ দিয়ে অন্য আদর্শকে মোকাবেলা করেন। সেটি কখনোই তাদের দারা সম্ভব হবে হবে না। তারা আওয়ামীলগের গৃহপালিতে পরিনত হয়েছে। গনতন্ত্রের লেবাসে এভাবে ফ্যাসিবাদী ও গনতন্ত্রকে ধ্বংশের ইঙ্গিত তারা কেন বহন করেছেন সেটি ভেবে দেখা দরকার।
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন