অশান্ত পরিস্থিতির জন্য দায়ী আসলে কারা (?)

লিখেছেন লিখেছেন এমআরআই ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪৮:০২ সকাল

হরতালে গাড়ি পোড়ানো, জালাও পোড়াও, ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া এর জন্য আসলে প্রকৃতপক্ষে দায়ী কে? নিচের বিষয়গুলি পর্যালোচনা করা যাক।

১। হরতালে গাড়ি পোড়ানো, জালাও পোড়াও, ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া না হলে মিডিয়া বলে ঢিলে ঢালা ও নিরুত্তাপ হরতাল।

২। আ.লীগ বা সরকার বলে হরতাল জনগন প্রত্যাখ্যান করেছে।

৩। সুশিল ও কুশিলবরা বলে হরতাল আহবানকারীরা হরতাল পালনে ব্যর্থ হয়েছে।

সুতরাং বাধ্য হয়েই হয়ত: পিকেটাররা বা পুলিশ সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করে।

বিষয়: বিবিধ

১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File