সে আমার জীবনের অর্ধ অঙ্গী কে? শারমিন
লিখেছেন লিখেছেন শাহাদাৎ হোসেন শারমিন ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫৩:০৭ দুপুর
দেখেছি তোমায় আলো শেষে
মুখটা ওঠে এখনো ভেসে
হাটছিলে তুমি মেটো পথে
আমি ছিলাম দূর গেষে
তোমার হাসিতে সূর্য হাসে
দুই ঠোঁটে রক্ত ভাসে
মনে হয়,,,,,,,,,,,,
তোমার হাসিতে আমি হাসি
দুই ঠোঁটে আমি ভাসি
সব পথে আমি থাকি
সারাক্ষণ তোমায় দেখি
]
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন