আমার গল্প-৪ অবশেষে শারমিন আর কত লিখবো নিজেকে নিয়ে তবুও লিখতে হবে তাকে নিয়ে কারণ সে যে আমার বিশ্বাসের বিশ্বাসীনি ,,শারমিন
লিখেছেন লিখেছেন শাহাদাৎ হোসেন শারমিন ২৮ মার্চ, ২০১৩, ০৮:১৫:২২ সকাল
আমাকে যদি প্রশ্ন করা হয় ভালবাসা কি ?
আমি বলবো আমার মনের সাথে শারমিনের মনের যে আবেগ উচ্ছাস সামাজিক বন্ধনের জন্য এটাই ভালবাসা।
আমি কসম খেয়ে বলতে পারি বর্তমান জগতে এমন কোন ভালবাসা নেই আমার মত যার দেখা দেখির পরিমাণ সর্বোচ্চ ৫বা ১০ সেকেন্ড।আবার এমন কোন ভালবাসা নেই আমারটা ছাড়া যার জন্য একটা বালক ছেলে নাবালিকার জন্য এত বছর অপেক্ষা করে । আসলে অনেকে মনে করবেন আমি নিজের জন্য এগুলো বলছি কিন্তু না। এরুপ ব্যাপারে এগুলো বলা বাহুল্য।বর্তমান জগৎ এমন জায়গায় যেখানে বসে আমরা ভাল কিছু কল্পনা করতে পারি না কারণ সর্ব জায়গায় খারাপ বিরাজমান ।যে যাই বলুক না কেন আমি আমার উদ্দেশ্যে অটুট থাকবো আজীবন কারণ আল্লাহ ভাল জানেন<,,,,
২০১৩ সালে যে কটা দিন পার হয়েছে তার কন্ঠ শোনার জন্য তার মাস্টারের কাছে দৈনিক কল দিই।আমি কল করার পর ওনি পারলে কথা বলে আর না পারলে রিসিভ করে সামনে রেখে দেয় ফলে আমি তার কথা শুনতে পাই মিথ্যা বলছি না একদিন মিস নেই মনে হয়।
আপনারা নিশ্চয়ই জানেন,,,কে জানি বলেছিল .আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেব।
আমিও বলতে চাই ,,,,আমাকে চরিএবান মাতাপিতা দাও আমরাও চরিএবান সন্তান দেব।
বর্তমান জাতি এ দিক দিয়ে পিছেয়ে ।সকলের উচিত যাকে বিয়ে করবে তার চরিএ দেখে যেন বিয়ে করে
আর না পারলে আগের থেকে এমন একজন কে পছন্দ করুন যাকে নিজের মত করে মুসলিম ধর্মের ফুলের টপে রাখা যায়।যার চরিএ আপনি আপনার ধর্ম অনুযায়ী সাজাতে পারেন ।
কারণ একটা নারী পারে একটা পুরুষকে অতি সহজে জান্নাত ও জাহান্নামের দিকে নিয়ে যেতে । আপনি দেখুন আমার আপনার ভালবাসা কোন দিকে যাচ্চে।
সে আমার অন্ত পরী
তার জন্য সব পারি
সে আমার চিন্তা ধূলি
তাকে নিয়ে কাব্য বলি
সে আমার গল্পই
পার হবে না অল্পেই
সে আমার সেতী
তার জন্য রেখেছি বাতি
সে আামার আরেকমন
দেব নাকো বির্সজন
সে আমার অতীথি পাখি
তাকে গলায় বেঁধে রাখি
দোয়া করবেন আমাদের জন্য ,,,,,,,,,,,,,আমীন
বিষয়: বিবিধ
১৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন