আমার গল্প-২ এখনও চলছে ২০১০থেকে ২০১৩ অবশেষে শারমিন

লিখেছেন লিখেছেন শাহাদাৎ হোসেন শারমিন ২৪ মার্চ, ২০১৩, ০৪:৩৫:১৫ বিকাল

আমি শুধু এক হাতে তাকে ভালবেসে গিয়েছিলাম২০১০,২০১১,২০১২দীর্ঘ এই তিন বছর। আমি পেয়েছে মাঝে মাঝে ভালবাসার কিছু সাড়া যা বুঝা ছিল কঠিন। আমি যে দিন থেকে তাকে মনদিয়ে দিয়েছি তখন থেকে আজ পযর্ন্ত কোন মেয়ের দিকে তাকায় নি অনেকে মিথ্যা বলতে পারেন কিন্তু এটাই সত্য । কারণ আমি মনে করতাম আমি যদি অন্য মেয়ের দিকে তাকায় তাহলে অন্য ছেলেরা আমার প্রিয় শারমিনের দিকে তাকাবে আমি এটাই বিশ্বাসী এখন ও করি সামনে এমন করবো ।কারণ আমি যে তাকে ভালবাসি।ঠিক অন্য সব ব্যাপারেও আমি এমন হই কেউ কোন মেয়েকে নিয়ে আলোচনা করলে আমি করতাম না চলে আসতাম কারণ আমি তা মনে করতাম অন্য ব্যক্তিরাও হয়ত শারমিন কে নিয়ে এমন করবে।আমি নামাজ পড়ে আমার জন্য দোয়া না করা হলেও আমি শারমিন ও মা বাবার জন্য দোয়া করাঠিক থাকে । আমি আল্লাহকে বলি হে আল্লাহ তুমি তাকে আমার জীবন সাথী হিসাবে কবুল কর এবং তাকে সৎ চরিএবান হিসাবে তৈরি কর সকল কু-নজর থেকে ওকে রক্ষা কর । ওকে নামাজি বানাও আর আমিও বলি নামাজ পড়ার জন্য মাঝেমাঝে আমার মেঝো ভাবিও বলে ছিল নামাজ পড়ার জন্য ফোনে ।

ও আমার সাথে মোবাইলে কয়েকবার কথা বলছিল ।কম কথা বলার কারণ তো একটা ও ছোট একটা মেয়ে ও কথার কি বুঝে।অল্প কথায় আমি পাড় করি ২০১০,১১,১২।এই সময় আমি তার সব কথা রেকর্ড করেছিলাম তা শুনে আমি আমার সময় কাটাতাম আর ভাবতাম ও কবে আরএকটু বড় হবে।তবে রেকর্ড করার কথাটা ও জানতো না আমি তাকে শুধু এই মিথ্যা কথাটা বলেছিলাম যে আমি তোমার কথা রেকর্ড করি না । সবচেয়ে বেশি কথা বলেছিল ২০১৩ সালে ওদের বাড়ি থেকে ।কারণ এখন ও পড়ে ক্লাশ সেভেনে ও এখন অনেক চতুর হয়ে ওঠেছে ও আমাকে মাঝে মাঝে বলে কলেজে কি আর মেয়ে নাই আমি ছাড়া আপনার জন্য। আমি বলতাম না।আমি বলতাম তুমি শুরু তুমিশেষ ।আবার বলে আমি অন্য মেয়ের সাথে নাকি কথা বলি ,তবে আমি বুঝি ওর এখন কিছু বুঝার ক্ষমতা হয়েছে,,,,,,আমাদের ব্যাপারটা উভয় পরিবার জানে তবে মনেমনে । তবে আমার এবং শারমিনের কাছ থেকে জানে না ,তবে শারমিন বলেছিল ও নাকি ওর আম্মাকে আমার কথা বলেছিল, ঠিক আমিও একবার আমার আম্মাকে শারমিনের ছবি দেখাই ,,,,,,,,সে বিশাল গল্প ,,,,আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদের সামাজিক ভাবে আবদ্ধ করেন। এখনও আমার পবিএ পরে বলবো কাহিনী,,,

বিষয়: বিবিধ

১৫৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File