হুনছেন কিনা আপনারা! পাসওয়ার্ড মনে রাখার বড়ি আর্সে।
লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ০৪ জুন, ২০১৩, ০২:৫২:৩১ দুপুর
আমাদের নাইস ভাই অনেক সমস্যায় আছে । গতকাল একখান পোস্ট দিছিল. উনার ব্লগে অনেকেই এসমস্যার কথা যানালো। আজকেই তার সমাধান হাজির।
তাহলে পড়ুন আর জানুন
অনেকেই কম্পিউটার, মোবাইল, ফেসবুক, টুইটার, ই মেইলসহ বিভিন্ন জিনিসের পাসওয়ার্ড মনে রাখতে হিমশিম খান। তাই মনভুলো মানুষদের পাসওয়ার্ড মনে রাখানোর জন্য এবার খাওয়ার বড়ি তৈরি করছে প্রযুক্তি কোম্পানি মটোরোলা।
কোম্পানির এক্সপার্টরা এখন কাজ করছেন মানুষ যাতে পাসওয়ার্ড মনে রাখতে পারে তার একটি সহজ পথ খুঁজে বের করতে। এরমধ্যে একটি আইডিয়া এসেছে গায়ে স্থায়ীভাবে ইলেট্রনিক উল্কি আঁকা। এটি পাসওয়ার্ড মনে রাখতে মস্তিস্কে সিগন্যাল পাঠাবে।
অন্যদিকে আরেকটি আইডিয়া এসেছে খাওয়ার বড়ি তৈরি করার। যা পেটে গিয়ে মস্তিস্কে সিগন্যাল পাঠাবে পাসওয়ার্ড মনে করতে। বিশেষ এই ইলেট্রনিক বড়ির ব্যাটারি চার্জেরও প্রয়োজন হবে না। কারণ এটি চার্জ পাবে পাকস্থলিতে থাকা অ্যাসিডের সাহায্যে।
এখনো এই বড়ি তৈরির চিন্তাটি মটোরোলা কোম্পানির বিশেষজ্ঞদের চিন্তার পর্যায়েই আছে। তারা এ্রর বিভিন্ন দিক এখন খতিয়ে দেখছেন। ঠিক কবে এই বড়ি তৈরি করা যাবে তা সম্পর্কে এখনো কিছু জানায়নি কোম্পানিটি।উৎসঃ Click this link
বিষয়: বিবিধ
১৬১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন