তোমরা কত পাষণ্ড কাঁপেনা কি তোমাদের হৃদ?

লিখেছেন লিখেছেন আমি চাঁদপুরি ২৬ এপ্রিল, ২০১৩, ০৩:৫৭:১৫ দুপুর



দেশের অর্থনীতির চাকাকে চালু রাখার কারিগররা যখন নারকীয় যন্ত্রণা নিয়ে মারা যাচ্ছে, হাজার হাজার শ্রমিক এখনো চাপা রয়েছে কংক্রিটের নীচে, তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত। তারা জানেনা আর কখনো দেখতে পারবে কিনা প্রিয়জনের মুখ। ঠিক সে মুহুর্ত্বে দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো ও প্রসাধনী প্রতিষ্ঠান মেরিল মিলে কোটি টাকা ব্যয়ে আয়োজন করছে মেরিল প্রথম আলো পুরষ্কার।

তোমরা কাদের টাকায় নৃত্য করো

কাদের টাকায় গাও গীত,

তোমরা কত পাষণ্ড কাঁপেনা কি তোমাদের হৃদ?

...

মেরিল ও প্রথম আলোর কাছে আমাদের আহবান আজকের অনুষ্ঠান স্থগিত করে রানা প্লাজা ট্র্যাটেজির হতাহতদের জন্য কিছু করুন। মেরিল ও প্রথম আলো পুরষ্কার অনুষ্ঠানে যেসকল অভিনেতা অভিনেত্রী বা অন্যান্য শিল্পীরা আমন্ত্রিত হয়েছেন তারা তাদের একটি দিন উৎসর্গ করুন তৈরি পোশাক শিল্পের শিল্পীদের জন্য।

মনে রাখবেন এ সব সাধারণ মানুষই আপনাদের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।

বিষয়: বিবিধ

১৫৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File