হিজড়াদের দৌরাত্মা, শংখিত ভদ্র সমাজ
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫১:০৮ দুপুর
হিজড়াদের কথা বললেই অনেকে বলে থাকেন তাদেরকে সহানুভূতির সাথে দেখেন । তারা অসহায়, তারা সমাজের অবহেলিত জনগোষ্ঠী ইত্যাদি । আমিও স্বীকার করি যে হিজড়াদের যথাযোগ্য মর্যাদা দেয়া উচিত । এরা কিছু প্রাকৃতিক নিয়মের বর্হিভূত বলে এদের প্রতি বলতে গেলে সকলের মনেই একপ্রকার সহানুভূতি, সহমর্মিতা কাজ করে ।
এরা জীবিকা নির্বাহের পন্থা হিসেবে মানুষের কাছ থেকে টাকা আদায় করে জীবন নির্বাহ করে । অনেক সংগবদ্ধ চক্র আবার এদেরকে চাঁদাবাজীতে ব্যবহার করে । এরা দলবদ্ধ ভাবে টাকা তুলে । প্রতি সপ্তাহে এদের নির্ধারিত টাকা দিতে হবে একজন দোকানদার বা অফিসের মালিক কর্মচারীকে । এসব এখন অনেকটা নিয়মে পরিনত হয়ে গেছে । কিন্তু সমস্যার সৃষ্টি হয় কোন সপ্তাহে যদি কেউ নিয়মিত টাকা দিতে অপারগতা প্রকাশ করে তখন । এরা তা কোন অবস্থাতেই মানবে না, টাকা না দিলে গায়ে পড়ে ঝগড়া বাধাবে । হাতের মোবাইলে খবর দিয়ে পুরো গ্যাং নিয়ে এসে অপমানিত করবে । বেশীর ভাগ মানুষ তাদের হাতে অপমানিত হওয়ার ভয়ে তাদেরকে চাঁদা দেয় ।
যাই হোক এতো গেল রাজপথের কথা ।
সম্প্রতি হিজড়ারা মহানগরী এক্সপ্রেস ট্রেনও চাঁদাবাজী শুরু করেছে । ওরা আখাওড়া, ব্রাক্ষ্মনবাড়ীয় থেকে ট্রেনে উঠে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে । একজন যাত্রী, হয়তো তার সাথে আছে স্ত্রী-ছেলে-মেয়ে । এমতাবস্থায় হিজড়াদের বাড়াবাড়িতে যাত্রীরা বেশ বেকায়দায় পড়ে যায় ।
হিজড়াদের এহেন বাড়াবাড়ি সরকারের নিয়ন্ত্রন করা উচিত বলে মনে করি ।
অতি সম্প্রতি আমার এক প্রিয় বন্ধু ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় ছবিগুলো তুলেছেন ।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি দেখেন যে কোন পিচ্চি যার এক পা বা হাত নেই বা চলে না বলে আপনার কাছ থেকে টাকা পেয়ে পরে আপনি দূরে সরে গেলে নাচানাচি করে , তখন আপনি নিজেই নিজের বোকামীর জন্য নিজেকে দুষবেন এবং পরের বার এদের ব্যাপারে সতর্ক হয়ে যাবেন ।
হিজড়াদের ব্যাপারেও তাই । এরা বাড়াবাড়ি করলে অন্যসব নাগরিকদের মত আইনের আওতায় আনতে হবে ।
তাদের প্রতি সাধারন মানুষের সিমপ্যাথীর এই অপব্যবহার কোনভাবেই বরদাস্ত করা উচিত নয়।
................
আপনার সাথে আমিও একমত ।
হয়তো ওদেরকে আড়াল থেকে কেউ মদদ দিচ্ছে ।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
বিষয়টা মানবিক। দায়িত্ব সরকারের। সাথে সমাজের এবং ব্যক্তির ও রয়েছে।
মন্তব্য করতে লগইন করুন