হিজড়াদের দৌরাত্মা, শংখিত ভদ্র সমাজ

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫১:০৮ দুপুর



হিজড়াদের কথা বললেই অনেকে বলে থাকেন তাদেরকে সহানুভূতির সাথে দেখেন । তারা অসহায়, তারা সমাজের অবহেলিত জনগোষ্ঠী ইত্যাদি । আমিও স্বীকার করি যে হিজড়াদের যথাযোগ্য মর্যাদা দেয়া উচিত । এরা কিছু প্রাকৃতিক নিয়মের বর্হিভূত বলে এদের প্রতি বলতে গেলে সকলের মনেই একপ্রকার সহানুভূতি, সহমর্মিতা কাজ করে ।



এরা জীবিকা নির্বাহের পন্থা হিসেবে মানুষের কাছ থেকে টাকা আদায় করে জীবন নির্বাহ করে । অনেক সংগবদ্ধ চক্র আবার এদেরকে চাঁদাবাজীতে ব্যবহার করে । এরা দলবদ্ধ ভাবে টাকা তুলে । প্রতি সপ্তাহে এদের নির্ধারিত টাকা দিতে হবে একজন দোকানদার বা অফিসের মালিক কর্মচারীকে । এসব এখন অনেকটা নিয়মে পরিনত হয়ে গেছে । কিন্তু সমস্যার সৃষ্টি হয় কোন সপ্তাহে যদি কেউ নিয়মিত টাকা দিতে অপারগতা প্রকাশ করে তখন । এরা তা কোন অবস্থাতেই মানবে না, টাকা না দিলে গায়ে পড়ে ঝগড়া বাধাবে । হাতের মোবাইলে খবর দিয়ে পুরো গ্যাং নিয়ে এসে অপমানিত করবে । বেশীর ভাগ মানুষ তাদের হাতে অপমানিত হওয়ার ভয়ে তাদেরকে চাঁদা দেয় ।

যাই হোক এতো গেল রাজপথের কথা ।

সম্প্রতি হিজড়ারা মহানগরী এক্সপ্রেস ট্রেনও চাঁদাবাজী শুরু করেছে । ওরা আখাওড়া, ব্রাক্ষ্মনবাড়ীয় থেকে ট্রেনে ‍উঠে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করে । একজন যাত্রী, হয়তো তার সাথে আছে স্ত্রী-ছেলে-মেয়ে । এমতাবস্থায় হিজড়াদের বাড়াবাড়িতে যাত্রীরা বেশ বেকায়দায় পড়ে যায় ।



হিজড়াদের এহেন বাড়াবাড়ি সরকারের নিয়ন্ত্রন করা উচিত বলে মনে করি ।

অতি সম্প্রতি আমার এক প্রিয় বন্ধু ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় ছবিগুলো তুলেছেন ।

Good Luck

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265437
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
209093
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।Good Luck
265443
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৫
হতভাগা লিখেছেন : কারও কোন শারীরিক বা মানসিক অবস্থার জন্য সে যদি মানুষের সিমপ্যাথী পেয়ে সেটার ফায়দা তুলে অন্যায় করেই যায় , তাহলে তার উপর মানুষের সিমপ্যাথী আর থাকে না । উল্টো তাদের মানুষ বাঁকা চোখেই দেখে ।

যদি দেখেন যে কোন পিচ্চি যার এক পা বা হাত নেই বা চলে না বলে আপনার কাছ থেকে টাকা পেয়ে পরে আপনি দূরে সরে গেলে নাচানাচি করে , তখন আপনি নিজেই নিজের বোকামীর জন্য নিজেকে দুষবেন এবং পরের বার এদের ব্যাপারে সতর্ক হয়ে যাবেন ।

হিজড়াদের ব্যাপারেও তাই । এরা বাড়াবাড়ি করলে অন্যসব নাগরিকদের মত আইনের আওতায় আনতে হবে ।

তাদের প্রতি সাধারন মানুষের সিমপ্যাথীর এই অপব্যবহার কোনভাবেই বরদাস্ত করা উচিত নয়।
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৬
209099
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তাদের প্রতি সাধারন মানুষের সিমপ্যাথীর এই অপব্যবহার কোনভাবেই বরদাস্ত করা উচিত নয়।
................
আপনার সাথে আমিও একমত । Good Luck Good Luck Good Luck
265451
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
বুড়া মিয়া লিখেছেন : সারা দেশেই এদের বিচরন কেমন যেন সন্দেহজনক ...
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩০
209117
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এদের প্রতি সহানুভূতিকে এরা অপব্যবহার করছে ।
হয়তো ওদেরকে আড়াল থেকে কেউ মদদ দিচ্ছে ।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্যGood Luck
265491
১৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : এরা বাড়াবাড়ি করলে অন্যসব নাগরিকদের মত আইনের আওতায় আনতে হবে ।
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৯
218129
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার সাথে সহমত ।Good Luck
265508
১৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
সন্ধাতারা লিখেছেন : Jajakallah for addressing this important issue.
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৯
218130
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ধন্যবাদ আপনাকে ।Good Luck
265530
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিজরা দের মধ্যে কিছু প্রাকৃতিক ভাবেই হিজরা। আর কিছু বিকৃত মানসিকতার লোক। এদের কে সমাজের মুল স্রোতে নেওয়া বিশেষ সমস্যা নয়। হিজরা রা যদি তাদের উগ্র বেশ না ধরে সাধারন ভাবে চলে সেক্ষেত্রে তাদের পক্ষে মুল স্রোতে মিশে যাওয়া সম্ভব। কিন্তু কিছু বিকৃত মানসিকতার হিজরা তাদের এই বেশ কে বিনাশ্রমেন আয় করার জন্য ব্যবহার করছে। এদেরকে প্রতিরোধ করার দায়িত্ব সরকারের।
265604
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৪
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : অতি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ উচিত।
265745
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হিজড়াদের অনাকাংখিত উৎপাত আর গ্যাঞ্জামের কারণে অনেক সময় সাধারণ মানুষও বেকায়দায় পড়ে যায়।
265830
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৫
ইবনে আহমাদ লিখেছেন : বেকায়দায় পড়ে অনেকেই হিজড়াদের ব্যাপারে খুবই বিরক্ত।
বিষয়টা মানবিক। দায়িত্ব সরকারের। সাথে সমাজের এবং ব্যক্তির ও রয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File