জিবনটা কি মুর্তির স্বরুপ ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:০৯:০৫ বিকাল
হিন্দুরা যেমন তাদের পুজা-পর্বনের সময় মুর্তি বানায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে মুর্তিগুলি বানাইয়া বেশ কয়েকদিন আনান্দ ফুর্তি করে সিধা নদীতে নিয়ে ডুবাইয়া দেয়। পরবর্তিবছর আবার সেই একই রিতি অবলম্বন করে। এতে মুর্তির কারিকররা লাখ লাখ টাকা ইনকামের সুযোগ পাচ্ছে।
মানুষের জীবনটাতো কোন মুর্তির মতো না , একবার চলে গেছে বলে কি হয়েছে ?আবার আগামি পুজাতে তোমাকে ফিরিয়ে আনব ! মানুষের ক্ষেত্রে তো তেমন সম্ভব না । জীবন মানে দায়িত্ব ,জীবন মাসে সংসার ,জীবন মানে লড়াই , জীবনের এমন হাজার হাজার অর্থ আছে । জীবনের যদি কোন অর্থ না থাকে তসে সেটা জীবন না সেটা ঠিক ঐ মুর্তির স্বরুপ ।
চাই সেটা নিজের জীবন হোক না অপরের জীবন হোক সেটাকে অবশ্ব্যই গুরুত্ব দিতে হবে। যদি একবার জীবনাবসান হয় তবে সেই জীবন আর কষ্মিনকালেও ফিরে আসবে না।
আজকের বর্তমান দুনিয়াতে ইহুদিদের পুর্বাবস্থার মতো মুসলমানদের অবস্থা হয়েছে। নাসতি হুকুমতের সময় ৬০ লক্ষ ইহুদিদেরকে হত্যা করার পরেও দুনিয়া ব্যাপি নিন্দা জানানোর কথা ছিল তেমন নিন্দা জানানো হয়নি ।
আর আজকে মুসলমানদের উপর সেই রকম হত্যাযজ্ঞ চালানোর পরেও দুনিয়া ব্যাপি তেমন সাড়া জাগানো আন্দলন হয়নি। মায়ানমারতো বিগত কয়েক বছর সেখানকার মুসলমানদেরকে নাগরিত্বই দিতেছেনা। ভিন্ন দেশী বলে তাড়িয়ে দিচ্ছে। প্যালেষ্টাইনের মুসলিমদেরকে পাখির মতো গুলি করে জায়েনবাদীরা হত্যা করছে কিন্তু দুনিয়াতে সামান্য কিছু লোকের আন্দলন ছাড়া তেমন কোন বেগবান আন্দলন হয়নি ।
আমরা মুসলমান আমাদের রক্তমাংশ যেন আজ ভিন্নকোন ধর্মাবল্বিদের কাছে মুর্তির মতো হয়ে গেছে। শুধু ভিন্ন মতাবল্মিদের কাছে কেন আমাদের যারা ক্ষমতাশীন তাদের কাছেও তাদের দলীয় লোকদের বাইরের লোকগুলিকে পাখির মতো হত্যা করে বা ক্রস ফায়ার করে অথবা প্রহসনমুলক বিচার করে হত্যা করছে । অবস্থা দেখলে মনে হচ্ছে ওরা আমাদের জীবনকে মুর্তি স্বরুপ মনে করছে!!
বিষয়: সাহিত্য
১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন