সংসারী বউ
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৯ মে, ২০১৪, ০৩:৪৮:৫২ দুপুর
সংসারী বউ
তুমি আমার বিপদের বন্ধু
চলার পথের সাথী,
দিতে পারিনি এখনও তোমায়
মুক্তার মালা গাথি।
সংসার নামের জটিল সমীকরনে
করেছি তোমায় বন্ধি,
টানাটানির সংসারে পারিনি করতে
বিত্তের সাথে সন্ধি।
কষ্ট করছো গাঁদার মত
খাঁটছো যেন কামলা,
জানিনা তোমাতে জমে আছে কত
আমার বিরুদ্ধে মামলা।
আছে আছে জানিও আমারও আছে
সুন্দর একটি মন,
দেখাবো সেদিন আসবে যখন
দু’হাত পুরায়ে ধন।
১৭/০৫/২০১৪ইং
বিষয়: বিবিধ
১৬১০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চলার পথের সাথী,
দিতে পারিনি এখনও তোমায়
মুক্তার মালা গাথি।
আহারে
ভাবীকে এই কবিতাটি পড়ে শুনিয়ে দেন
যাক,ইহারে বলে অল্পতে মনোরঞ্জন ।
পলিচি খারাপ না । অনুসরণীয় ।
বড্ড আদরের বউ
ভালবাসার ঢেউ
জানলোনাতে কেউ
.
ব্লগবাসি চুপি আসি
দেখল ভালবাসাবাসি
খুক্কুরখুক কাশাকাশি
ঠোঁট টিপে চাপা হাসি।
সংসারি বউ (ভাবি)কে নিয়ে আপনার আবেগী কবিতাটি দারুন হয়েছে। আমরা ব্লগবাসিও জানতে পারলাম সংসারি বউটাকে কত্ত ভালবাসা হয়।
আরে বউ যদি সমর্থন না করতো ব্লগেতো ঢুকতেই পারতাম না ।
তিনি তুল্য কোন জনের !
সুখের জন্য সম্পদ নয়
বেশি প্রয়োজন মনের।
কিন্তু ইহা বুঝে না যে নারী
সে শুধু সম্পদ খোঁজে,
বেপরোয়া ও উচ্ছৃঙ্খল যে নহে
সেই-ই কেবল ইহা বোঝে।
ভাবীর জন্য রইল দোয়া
ভালো যেন সদা থাকেন,
ভাইয়ের এ অনুভূতির গয়না
সদা যেন গলায় রাখেন।
পেয়ে মন্তব্য খুশি আপনার ভাবী
চাটগাঁ আসলে নাকি আসতেই হবে
এটাই নাকি দাবী...<:-P <:-P
তাই এবার একটু তেল....
তবে লাষ্টের একটি কবিতা আপনার ভাবীকে দেখাইনি, ভয় ছিল মনে । হাজার হলেও মেয়েতো....
সুন্দর । চম........। অসাধারণ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন