তাবলিগ নেতার বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৯ মে, ২০১৪, ০৪:১০:৪৭ বিকাল
তাবলিগ জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা ওয়াসিফুল ইসলাম তাবলিগ ও কাকরাইল মসজিদ নির্মাণের নামে দেশ-বিদেশ থেকে টাকা তুলে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এম মুশফিকুর রহমান চৌধুরী সমর্থিত তাবলিগ জামায়াতের শিক্ষকরা।
এ ছাড়া তাঁরা গত শুক্রবার রাজশাহীর মারকাজ মসজিদে তাবলিগকর্মী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজ রবিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাবলিগকর্মী ও বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, 'সম্প্রতি তাবলিগের বাংলাদেশের সমন্বয়ক ও কার্য পরিষদ সদস্য ওয়াসিফুল ইসলাম ও তাঁর অনুসারীরা সংগঠনের নামে চাঁদা তুলছেন এবং রাজনীতিতে অংশ গ্রহণ করছেন। যা তাবলিগের নিয়মের পরিপন্থী। এসব কাজে সহায়তা করছেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব মাওলানা যুবায়ের। তাবলিগের কিছু কর্মী গত শুক্রবার রাজশাহীর মারকাজ মসজিদে তাঁদের অপকর্মের কথা উল্লেখ করে 'মুরুব্বিদের জীবন থেকে' নামের একটি পুস্তিকা বিলি করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওয়াসিফের রাজশাহীর অনুসারীরা তাঁদের ওপর হামলা চালায়। এর আগে ওয়াসিফুলের তাবলিগ পরিপন্থী কাজের সমালোচনা করে লেখা বই বিলি করার দায়ে টঙ্গীর ইজতেমা ময়দানে, কাকরাইল মসজিদ ও রংপুরে সাধারণ তাবলিগকর্মীদের মারধর করা হয়েছে। তাবলীগ হতে বহিষ্কার করা হয়েছে। ভয় ভীতি প্রদর্শন করে দমিয়ে রাখা হয়েছে।' এসব ঘটনার জন্য ওয়াসিফুলকে দায়ী করে তাঁর অপসারণ ও শাস্তির দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম মুশফিকুর রহমান, পপুলেশন সায়েন্সের মোস্তাফিজুর রহমান, আরবি বিভাগের জিয়াউর রহমান, ফার্মেসি বিভাগের নূর আলম খান প্রমুখ।
তথ্যসুত্র লিঙ্ক এ দেওয়া আছে-Click this link
বিষয়: বিবিধ
২১৪০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারন ওখানে আছে তাগলীগ বিরোধী বড় বড় ঘ্যাং লিডাররা।
ভালো করে জানুন।
ধন্যবাদ।
ছাত্র লীগ,
যুব লীগ,
আরব লীগ,
তাব লীগ।
কি বুঝলেন আমনেরা! যেইখানে লীগ, হেই খানেই কাৎ, শয়তান তো এই হানেই গাপটি মাইরা বইসা থাকে! সামনে দিনে আরো বহুত কিছু বের হইব, মাত্র শুরু। ঢাকার তাবলীগ তো দুইভাগ হইছে সে বহুত আগেই, শুধু বেলুন পা ফাটাস হবার বাকি।
বাসের ড্রাইভার যদি উল্টা চলে
তাইলে বাস যাইব গভীর জলে
তাই কোন ঘটনাকে পূর্ণরূপে যাচাই বাচাই করে করে প্রচার করা প্রয়োজন। যে প্রচার আমরা করছি সেটা যদি মিথ্যা হয় তাহলে নিউজপেপার এর মত আমিও গুণাহগার হবো।
এই নিউজটিতে বলা হয়েছে মাওলানা!!!! ওয়াসিফুল ইসলাম ।
ওয়াসিফুল ইসলাম কিভাবে মাওলানা হলেন? সম্ভবত পত্রিকার কল্যানে মাওলানা ট্যাগ পেলেন।
যাইহোক মিডিয়া পেরেছে ইসলামপন্থীদেরকে নিয়ে খেলা করার তাই মিডিয়াকে একটা ধন্যবাদ দিতেই হয় আমাদের নির্বুদ্ধিতার জন্য।
মন্তব্য করতে লগইন করুন