তাবলিগ নেতার বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৯ মে, ২০১৪, ০৪:১০:৪৭ বিকাল



তাবলিগ জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা ওয়াসিফুল ইসলাম তাবলিগ ও কাকরাইল মসজিদ নির্মাণের নামে দেশ-বিদেশ থেকে টাকা তুলে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক এম মুশফিকুর রহমান চৌধুরী সমর্থিত তাবলিগ জামায়াতের শিক্ষকরা।

এ ছাড়া তাঁরা গত শুক্রবার রাজশাহীর মারকাজ মসজিদে তাবলিগকর্মী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজ রবিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাবলিগকর্মী ও বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, 'সম্প্রতি তাবলিগের বাংলাদেশের সমন্বয়ক ও কার্য পরিষদ সদস্য ওয়াসিফুল ইসলাম ও তাঁর অনুসারীরা সংগঠনের নামে চাঁদা তুলছেন এবং রাজনীতিতে অংশ গ্রহণ করছেন। যা তাবলিগের নিয়মের পরিপন্থী। এসব কাজে সহায়তা করছেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব মাওলানা যুবায়ের। তাবলিগের কিছু কর্মী গত শুক্রবার রাজশাহীর মারকাজ মসজিদে তাঁদের অপকর্মের কথা উল্লেখ করে 'মুরুব্বিদের জীবন থেকে' নামের একটি পুস্তিকা বিলি করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওয়াসিফের রাজশাহীর অনুসারীরা তাঁদের ওপর হামলা চালায়। এর আগে ওয়াসিফুলের তাবলিগ পরিপন্থী কাজের সমালোচনা করে লেখা বই বিলি করার দায়ে টঙ্গীর ইজতেমা ময়দানে, কাকরাইল মসজিদ ও রংপুরে সাধারণ তাবলিগকর্মীদের মারধর করা হয়েছে। তাবলীগ হতে বহিষ্কার করা হয়েছে। ভয় ভীতি প্রদর্শন করে দমিয়ে রাখা হয়েছে।' এসব ঘটনার জন্য ওয়াসিফুলকে দায়ী করে তাঁর অপসারণ ও শাস্তির দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম মুশফিকুর রহমান, পপুলেশন সায়েন্সের মোস্তাফিজুর রহমান, আরবি বিভাগের জিয়াউর রহমান, ফার্মেসি বিভাগের নূর আলম খান প্রমুখ।

তথ্যসুত্র লিঙ্ক এ দেওয়া আছে-Click this link

বিষয়: বিবিধ

২১৪০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223399
১৯ মে ২০১৪ বিকাল ০৪:২১
অপ্রিয় সত্য কথা লিখেছেন : এইটা যে একটা গভীর ষড়যন্ত্র তা অকপটে বলা যায়।বিশেষ করে রাজশাহী থেকে এদরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছুই নাই।
কারন ওখানে আছে তাগলীগ বিরোধী বড় বড় ঘ্যাং লিডাররা।
১৯ মে ২০১৪ বিকাল ০৪:২৩
170758
বাংলার দামাল সন্তান লিখেছেন : তাহলে আমি মনে করি ঐসব গ্যাং লিডারদের বিরুদ্ধে মামলা করা উচিত!
১৯ মে ২০১৪ বিকাল ০৫:৫৯
170800
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এ নিশ্চয়ই জামাত-শিবির মুওদুদীবাদী ফাসেক ফুজ্জারদের কারসাজি!!!
223402
১৯ মে ২০১৪ বিকাল ০৪:২৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সকল প্রতিষ্ঠান, সংগঠন ও দলের আয় ব্যয়ের হিসাব থাকে। কিন্তু তাবলীগ এর আয় ব্যয়ের কোনো হিসেব রাখা হয়না। বিষয়টি রহস্যময় খুব!
১৯ মে ২০১৪ বিকাল ০৪:২৬
170759
বাংলার দামাল সন্তান লিখেছেন : এতদিন সবাই চুপ ছিল, এখন সবার মুখে আস্তে আস্তে প্রতিবাদ করা দরকার।
২০ মে ২০১৪ সকাল ০৮:৪১
170922
আওণ রাহ'বার লিখেছেন : আপনি কি সত্যি জানেন আয় ব্যায় এর হিসেব নাই?
ভালো করে জানুন।
ধন্যবাদ।
223405
১৯ মে ২০১৪ বিকাল ০৪:২৮
নীল জোছনা লিখেছেন : ভালো মানুষ আর ভালো নাই। সবাই লুটপাটে ব্যস্ত। ভাবছিলাম তাবলীগে কিছু ভালো মানুষ আছে কিন্তু তারাও শেষমেষ ছি ছি ছি
১৯ মে ২০১৪ বিকাল ০৪:৩০
170762
বাংলার দামাল সন্তান লিখেছেন : যাদের ইবাদত শুধুমাত্র মসজিদের মাঝে সীমাবদ্ধ থাকে তা কিভাবে ভাল মানুষ হয়?
223419
১৯ মে ২০১৪ বিকাল ০৪:৫৩
লোকমান বিন ইউসুপ লিখেছেন : কাদাছুড়াছুড়ি না করাই ভাল।
১৯ মে ২০১৪ বিকাল ০৫:০০
170791
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিতো একটি পত্রিকা থেকে কপি পেস্ট করলাম।
223420
১৯ মে ২০১৪ বিকাল ০৪:৫৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ব্যক্তিগতভাবে আমি তাবলীগ পছন্দ করি না। ইসলামের গুটি কয়েক আদেশ নিষেধ মান্য করলেও পুরোপুরি মানে না। তারউপর মাথায় টুপি দাড়ি রেখে এতগুলো টাকা আত্মসাৎ করলো। এটা জাতির জন্য লজ্জাস্কর।
১৯ মে ২০১৪ বিকাল ০৫:০১
170792
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবাই লুটপাটে ব্যস্ত।
223432
১৯ মে ২০১৪ বিকাল ০৫:১২
বেআক্কেল লিখেছেন : আওয়ামী লীগ,
ছাত্র লীগ,
যুব লীগ,

আরব লীগ,
তাব লীগ।

কি বুঝলেন আমনেরা! যেইখানে লীগ, হেই খানেই কাৎ, শয়তান তো এই হানেই গাপটি মাইরা বইসা থাকে! সামনে দিনে আরো বহুত কিছু বের হইব, মাত্র শুরু। ঢাকার তাবলীগ তো দুইভাগ হইছে সে বহুত আগেই, শুধু বেলুন পা ফাটাস হবার বাকি।
১৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০১
170801
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আরে বেআক্কেল কাক্কু চিল্লান কিল্লাই? আস্তে আস্তে কন। সবাই হুইন্যা যাইবো!
২০ মে ২০১৪ সকাল ১০:২১
170951
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবাই লুটপাটে ব্যস্ত।
223439
১৯ মে ২০১৪ বিকাল ০৫:৩৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : তাবলীগকে না বলুন।
২০ মে ২০১৪ সকাল ১০:২১
170952
বাংলার দামাল সন্তান লিখেছেন : সহমত
223456
১৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তাবলীগ জামায়াতের বেবাগ মানুষ তো আর খারাপ না। দুয়েকটা বিচ্চিন্ন ঘটনা ঘটতেই পারে। তাতে পুরো একটা পরহেজগার কাফেলাকে দোষারোপ করা মন অয় ঠিক অইবো না।
১৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২০
170802
বেআক্কেল লিখেছেন : তাবলীগের বেবাক খারাপ না, তয় প্রধানের নামে কথা আইল,
বাসের ড্রাইভার যদি উল্টা চলে
তাইলে বাস যাইব গভীর জলে
২০ মে ২০১৪ সকাল ১০:২২
170953
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি কিন্তু খারাপ বলি নাই, আমার ব্লগে যে ছবিটা দেওয়া আছে তার সাথে আপনার মতামত কি?
223463
১৯ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
আজব মানুষ লিখেছেন : Big Grin Big Grin Big Grin
২০ মে ২০১৪ সকাল ১০:২২
170954
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ বড় ভাই।
১০
223477
১৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
বিন হারুন লিখেছেন : পরিবার রেখে দীর্ঘ দিনের জন্য বিদেশ যাওয়া কি বৈধ?
২০ মে ২০১৪ সকাল ১০:২৩
170955
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনিই বলুন?
১১
223483
১৯ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
ইয়াফি লিখেছেন : এটা আমরা সব বিশ্বাসী মুসলমানের জন্য কোন সুসংবাদ নয়। কেন প্রচার করতে হবে?
২০ মে ২০১৪ সকাল ১০:২৩
170956
বাংলার দামাল সন্তান লিখেছেন : তারা সবকিছু ভাল করে না তা সবাইকে সংশোধন হওয়ার জন্য প্রচার করা।
১২
223576
২০ মে ২০১৪ রাত ০৪:১৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ব্যাপকস। এখন থেকে হিসাব নিকাশ শুরু হবে আশা করি। আর ভাইরে তাবলীগের কথা কি বলবেন ? আমাদের হেফাযতি হুজুররা কি করতেছে ?
২০ মে ২০১৪ সকাল ১০:২৪
170957
বাংলার দামাল সন্তান লিখেছেন : হেফাজতি হুজুররাতো শহীদদের রক্তের সাথে বেইমানী করছে।
১৩
223631
২০ মে ২০১৪ সকাল ০৯:২৭
আওণ রাহ'বার লিখেছেন : আমাদের দেশের নিউজপেপার মিডিয়া কোনটাতেই আমার বিশ্বাষ নেই এরা প্রকৃত কথাকে আড়াল করে সত্য গোপন করে প্রতিদিন লাখো মিথ্যাচারে লিপ্ত হয়। আর এটা আপনি আমি সবাই কম বেশি জানি।
তাই কোন ঘটনাকে পূর্ণরূপে যাচাই বাচাই করে করে প্রচার করা প্রয়োজন। যে প্রচার আমরা করছি সেটা যদি মিথ্যা হয় তাহলে নিউজপেপার এর মত আমিও গুণাহগার হবো।
এই নিউজটিতে বলা হয়েছে মাওলানা!!!! ওয়াসিফুল ইসলাম ।
ওয়াসিফুল ইসলাম কিভাবে মাওলানা হলেন? সম্ভবত পত্রিকার কল্যানে মাওলানা ট্যাগ পেলেন।
যাইহোক মিডিয়া পেরেছে ইসলামপন্থীদেরকে নিয়ে খেলা করার তাই মিডিয়াকে একটা ধন্যবাদ দিতেই হয় আমাদের নির্বুদ্ধিতার জন্য।
২০ মে ২০১৪ সকাল ১০:২৫
170958
বিন হারুন লিখেছেন : সহমত
২০ মে ২০১৪ সকাল ১০:২৫
170959
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিও চাই এটা মিথ্যা প্রমানীত হোক, সেটার জন্য তারা মামলা করতে পারে।
২০ মে ২০১৪ দুপুর ১২:৫৩
171013
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : হুম! ঠিক বলেছেন মিডিয়া সফল হয়েছে
১৪
223701
২০ মে ২০১৪ দুপুর ১২:৫৭
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : হে আল্লাহ! আপনি আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন। কথায়-কাজে-আচরণে আমাদের সবাইকে সততার পরিচয় দেয়ার তাওফীক দান করুন। জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে সত্যাশ্রয়ী হয়ে জীবনযাপনের তাওফীক দান করুন। হে আল্লাহ! আপনি আমাদেরকে মিথ্যা থেকে হিফাযত করুন। কপটতা ও মুনাফিকী থেকে হিফাযত করুন। আমীন ।
২১ মে ২০১৪ দুপুর ১২:১৫
171408
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, পড়ে মন্তব্য করার জন্য শুকরিয়া জা্নাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File