অভিনব প্রতারনা !! ^Happy^

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৮ মে, ২০১৪, ০৪:২১:৪৮ বিকাল

বছর খানেক আগের কথা । আমি চট্টগ্রামের চকবাজারে এক বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে বসে বন্ধুর সাথে আলাপ করছিলাম । বন্ধুর হচ্ছে- স্যানিটারী আইটেমের ব্যবসা । সময় তখন আসরের অনেক পর মাগরির ছুই ছুই হবে । দোকানে তখন আমি ও বন্ধুটি ছাড়া অন্য কেহ ছিল না । এমন সময় দোকানে একজন লোক প্রবেশ করলেন । লোকটি আস্তে আস্তে সতর্কতার সাথে প্রবেশ করল বলে মনে হল । লোকটির গায়ের রং শ্যামলা, গোলগাল চেহারা, মাথায় কোকড়ানো চুল । বয়স ৫০ এর কাছাকাছি হবে বলে মনে হল ।

লোকটি দোকান ঢুকে হাতের ইশারায় দেখিয়ে বলল- ইয়ে আছে ?

আমার বন্ধুটি বলল- ইয়ে মানে কি ?

সে বলল- ইয়ে মানে বাথরুমে থাকে যে, পানি পড়ে ......

আমার বন্ধু বলল- পানি পড়ে মানে, পানির ট্যাপ ?

লোকটি বলল- হ্যাঁ হ্যাঁ, সেটি নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে, আপনাদের কাছে আছে ?

বন্ধু বলল- হ্যাঁ আছে, পঞ্চাশ টাকা দেন । লোকটি একটি চেয়ারে বসে পঞ্চাশ টাকা বের করে দিল ।

এমন সময় রাস্তা থেকে ২৫/২৬ বছরের দুজন যুবক দোকানে ঢুকল । তাদের এক জনের হাতে একটা পাউডারের প্যাকেট, অন্য জনের হাতে একটা রশিদ বই ও একটি কলম ।

ওরা ঢুকে আমার বন্ধুকে বলল- শাহীনুর কেমিক্যালের ব্লিচিং পাউডার নিবেন ? একজনের অর্ডার ছিল- এখন বলছে আজকে টাকা দিতে পারবে না কিন্তু আমরা টাকা নিয়ে রাত্রেই ঢাকা চলে যাব, তাই আপনার কাছে এসেছি ।

ওরা আরো বললো- আমরা মার্কেটে ৮০ টাকা করে বিক্রি করি , আপনি কেজি প্রতি ৭২ টাকা করে দিলে হবে । আমাদের কাছে ২৩০ কেজির মত আছে, আপনি নিয়ে নিন ।

আমার বন্ধুটি বললো- না, ওগুলো আমার আইটেম নয় । সুতরাং আমি নিব না । আপনারা ঐ দিকে হার্ডওয়ারের দোকান আছে, সেদিকে দেখাতে পারেন । ওরা চলে গেল ।

তখন দোকানে আগে থেকে আশা লোকটি বলল- ওগুলো দেখা যাচ্ছে শাহীনুর কোম্পানীর ব্লিচিং পাউডার । খুব ভাল জিনিস । আমার প্রতি মাসে ২০০ কেজি করে কিনতে হয় । আপনি যদি কিনে নেন তাহলে আমি প্রতি মাসে আপনার কাছ থেকেই ২০০কেজি করে কিনব ।

আমার বন্ধুটি ঐ লোকটিকে বলল- আপনি ওগুলো কেন কিনেন ?

তখন লোকটি বলল- আমার নাম দীপক, আমি খ্রীস্টান মিশনারী সস্থায় চাকরী করি, ঐ দিকে প্যারেড মাঠের উত্তর পাশে আমাদের হেড অফিস । আমি মার্কেটিং এ আছি । লোকটি আরো বলল- আমি ঐ পাউডার ৮০টাকা কেজি দামে কিনি । আপনাকে ও ৮০টাকা দামই দিব । সুতরাং ওদের সব পাউডার আপনি কিনে রেখে দেন । আমি রাতেই আপনাকে টাকা দিয়ে সব পাউডার কিনে নিয়ে যাবো ।

আমার বন্ধুটি ব্যবসায়ী মানুষ, তিনি হিসেব করলেন প্রতি কেজিতে ৮ টাকা করে লাভ হলে ২০০ কেজিতে ১,৬০০/= এক হাজার ছয়শত টাকা লাভ হবে । ৪/৫ ঘন্টার ব্যবধানে যদি ষোলশ টাকা লাভ করা যায় তাতে মন্দকি ?

বন্ধুটি ঐ লোকটিকে বলল- তাহলে আপনি কিনবেন যে সেটা যদি কনফার্ম করেন তাহলে এখন অগ্রিম করেন । আপনি যদি অগ্রিম করেন তাহলে আমি আপনার জন্য ঐ পাউডার কিনে রাখতে পারি ।

তখন লোকটি পকেটে হাত দিয়ে দেখল ৬/৭ শ টাকা আছে । বলল- আমার কাছে এখন বেশী টাকা নেই, যেগুলো আছে সেগুলো রাখেন । অফিসের মেডাম বাইরে গেছে, আসলেই টাকা দিয়ে ঐ পাউডার নিয়ে যাবো । তবে রাত নটার মত হতে পারে ।

পাউডার নিয়ে আসা লোক দুজন বের হয়ে কিছুদুর গিয়ে আবার পিছন ফিরে দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছিল । তখন আমার বন্ধুটি ওদেরকে ডাক দিল । ওরা আবার দোকানে ঢুকল ।

বন্ধুটি দীপক নামের লোকটিকে জিঙ্গেস করল - আপনারা এই পাউডার কেন কিনেন ? লোকটি বলল- খ্রীস্টান মিশনারীদের অনেক হাসপাতাল আছে, ঐ সব হাসপাতালের জন্য পাউডারগুলো দরকার হয় । লোকটি আরো বলল- আমি মার্কেটিং এ আছি বলে আমাকেই কিনতে হয় ।

আমার ব্যবসায়ী বন্ধুটি সরল বিশ্বাসে পার্শ্ববর্তী আরেক ব্যবসায়ীর কাছ থেকে পনের হাজার টাকা হাওলাত করে ওদের কাছ থেকে পাউডার গুলো কিনে নিলেন ।

দীপক নামের লোকটি আগেই বের হয়ে গেলেন এবং কিছুক্ষন পর মোবাইল করে বললেন- ওদের কাছে যে ২৩০ কেজি পাউডার আছে সব কিনে রাখেন । আমি অফিসে কথা বলেছি, ম্যাডাম বাইর থেকে আসলেই টাকা নিয়ে আমি কিনে নিয়ে আসবো । তবে রাত নটার মত হতে পারে ।

ওরা যাবার পর দোকানের স্টাফ মিজান মালিককে বলল- জিনিস গুলো ঠিক আছে তো ? নাকি ভোয়া ....

মিজান একথা বলায় তাড়াতাড়ী পার্শ্ববর্তী হার্ডওয়ারের দোকানে একটি প্যাকেট নিয়ে দেখিয়ে নিয়ে আসতে বলল । হার্ডওয়ারের দোকানদার সাথে সাথে বলে দিল ওগুলো ২ নং পাউডার । বড় জোর ৩৫/৪০ টাকা কেজি হবে । ওরা আরো বলল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এটাকে বিভিন্ন কৌশলে মানুষের পকেট হাতিয়ে থাকে ।

এর পর ঐ মিশনারী অফিসে খোজ নিতে গেলে দারোয়ান জানালো, দীপক নামের একজন আছে বটে তবে সে তো আজকে চট্টগ্রাম শহরে নেই....... ।

প্রিয় পাঠক, সাবধান থাকবেন । যে কোন সময় ভিন্ন প্রেক্ষাপট নিয়ে আপনার কাছে ও প্রতারক চক্র হাজির হতে পারে .......

আগের একটি পোষ্ট:

Good Luckহারিয়ে যাওয়া সোনার বাংলাদেশ ব্লগের পোষ্ট পেতে চাইলে লিংকে ক্লিক করুন :

Rose Roseসোনার বাংলাদেশ ব্লগ Rose Rose

বিষয়: বিবিধ

১৭১৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223054
১৮ মে ২০১৪ বিকাল ০৪:৪২
ফাতিমা মারিয়াম লিখেছেন : এরা ভীষণ চতুর। অনেক সতর্ক মানুষও এদের ফাঁদে পড়ে।

ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৮ মে ২০১৪ বিকাল ০৪:৪৫
170369
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এদের বুদ্ধির তুলনা নেই । তাদের সে বুদ্ধি যদি দেশের উন্নয়নের জন্যে কাজে লাগাতো তাহলে দেশ আরো দ্রুত উন্নতি লাভ করতো । আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু ।Good Luck
১৮ মে ২০১৪ বিকাল ০৪:৫২
170371
ফাতিমা মারিয়াম লিখেছেন : প্রায় ছয় বছর আগে আমি চারশ টাকা গচ্চা দিয়েছিলাম। এখন মনে পড়লেই হাসি পায়।
223064
১৮ মে ২০১৪ বিকাল ০৫:০৩
আহমদ মুসা লিখেছেন : প্রতারকরা সব সময় ভিন্ন কোন কৌশল ব্যবহার করে। তাই অতি সরলীকৃত কথা বার্তাতে সচেতন হওয়া জরুরী।
১৮ মে ২০১৪ বিকাল ০৫:০৮
170380
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওদের কৌশলের রং বদলায় বিভিন্ন সময় । বাঙ্গালী বুদ্ধি দিয়ে বাঙ্গালীকেই ঘায়েল করে ওরা । অনেক সময় নোবেল পুরস্কার পাওয়ার মত বুদ্ধির পরিচয় দেয়..। Good Luck
223073
১৮ মে ২০১৪ বিকাল ০৫:২২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পড়ে প্রতারক সম্পর্কে জানলাম। আগের লোকটি যে ট্যাপ কিনতে এনেছিল সেটাও ওদেরই লোক বলে মনে হলো। প্রতারকরা একাএকা কাজ করে না। সবসময় সঙ্গে ২/৩জন রাখে। আপনাকে ধন্যবাদ উপকার করার জন্য।
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৭
170404
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হ্যাঁ, আগের লোকটি ওদের লিডার ছিল । পরে অনেক খুঁজা হয়েছিল তাদের, মূহুর্তে হাওয়া হয়ে গিয়েছিল । আপনাকে অনেক ধন্যবাদ পড়ে মন্তব্য করার জন্য ।Good Luck
223077
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩১
নকীব কম্পিউটার লিখেছেন : কি চালাক মানুষ রে!
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৩৭
170406
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বাংলা বুদ্ধি, নিজেদের ভাইয়ের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে । Good Luck
223089
১৮ মে ২০১৪ বিকাল ০৫:৫১
আবু জারীর লিখেছেন : কোন সমস্যা নাই এখন দুই বন্ধু মিলে ঐ পাউডার দিয়ে পিভিসি ডোর আর ওয়াশ ভেসিন সাফ করেন। ফ্রীতে সুন্দর উপদেশ দেওয়ায় ধন্যবাদ।
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
170432
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আরে আবু জারির ভাই ঐ পাউডার কেউ না কিনাতে ৬/৭মাস গুদামে ছিল । এরপর ডাস্টবিনে স্থান হয়েছে ওগুলোর ।
আপনার ধন্যবাদ, সুন্দর মন্তব্য করার জন্য ।Good Luck Good Luck
223109
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
জেদ্দাবাসী লিখেছেন : সচেতন মুলক পোস্টের জন্য ধন্যবাদ
জাযাকাল্লাহ খায়ের

১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
170460
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ । ভাল থাকবেন এবং দোয়া করবেন ।Good Luck
223115
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার বন্ধুটা আমার মতো I Don't Want To See মানে বোকা! Sleepy
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
170461
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাদের চেয়ে আমি দ্বিগুন বোকা... Big Grin Big Grin
১৮ মে ২০১৪ রাত ১০:৫৫
170524
দ্য স্লেভ লিখেছেন : তাইলে আমিই একমাত্র চালাকRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
223136
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
প্রবাসী আশরাফ লিখেছেন : সতর্কতামূলক পোষ্ট। লোভে পড়ে এই ধরনের বোকামী যেন কেউ না করে। ধন্যবাদ পোষ্টের জন্য। Rose Rose Rose
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
170477
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হ্যাঁ কেউ যদি গায়ে পড়ে উপকার করতে আসে আগে চিন্তা করে দেখতে হবে এর পিছনে কোন উদ্দেশ্য আছে কিনা ।Good Luck
প্রিয় প্রবাসী আশরাফ ভাইকে অনেক দিন পর দেখে খুবই ভাল লাগছে, ভাল আছেন আপনি ? সেই আড্ডাগুলোর কথা মনে পড়ে না ?Good Luck
১৮ মে ২০১৪ রাত ০৯:০২
170501
প্রবাসী আশরাফ লিখেছেন : আলহামদুলিল্লাহ, ভাই ভালো আছি। আপনি কেমন আছেন?...আসলে ব্লগিং জীবনের স্বর্নালি সময় পার করেছি সোনারবাংলাদেশ ব্লগে। এখন আর ব্লগিংয়ে সেই মজা পাইনা। আর সেই আড্ডাগুলো জন্য অফিস থেকে তাড়াতাড়ি বাসায় গিয়েছি/রাতের খাবার-নামায শেষ করেও আড্ডায় মেতেছি, সকালে অফিসে এসে কাজের ফাঁকে আড্ডার আপডেট দেখেছি। সেসব এখন স্মৃতি।
223149
১৮ মে ২০১৪ রাত ০৮:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল একটা বিজনেস আইডিয়া দিয়েছেন!!!
১৮ মে ২০১৪ রাত ০৮:১০
170485
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : হায় হায়, কয়কি ভাইজান, ঐ ব্যবসায় নামতে মন চাই নাকি ?:Thinking :Thinking
১০
223159
১৮ মে ২০১৪ রাত ০৮:২৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাংলাদেশতো হতেই পারে।
১৯ মে ২০১৪ দুপুর ০২:৫৮
170726
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : তাদের এই চাতুর্যপূর্ণ বুদ্ধি যদি ক্রিয়েটিভ কাজে ব্যবহার হতো তাহলে দেশ ও দেশের মানুষ অনেক উপকৃত হতো । ধন্যবাদ আপনাকে ।Good Luck
১১
223201
১৮ মে ২০১৪ রাত ১০:৫৬
দ্য স্লেভ লিখেছেন : দারুন ক্রিয়েটিভ দেখা যাচ্ছে...এদের মেধা এরা ভাল কাজে লাগাতে পারেনা,এটাই আফসোস, গাইড নেই
১৯ মে ২০১৪ দুপুর ০২:৫৯
170727
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার সাথে আমিও একমত । ধন্যবাদ মন্তব্যের জন্য ।Good Luck
১২
223244
১৯ মে ২০১৪ রাত ০৩:১৩
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আশ্চর্য ধরণের প্রতারণা।
বলে দেয়ার জন্য জন্যবাদ।
১৯ মে ২০১৪ দুপুর ০৩:০০
170728
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এদের ধরনের অভাব নেই । নিত্য পাল্টায় এদের ধরন বা কৌশলগুলো ।Good Luck
১৩
224514
২২ মে ২০১৪ সকাল ০৯:১৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ব্যাবসায়ী ভাইটি অতি লোভে ধরা খেলেন Sad
২২ মে ২০১৪ দুপুর ১২:০৪
171804
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ঠিক বলেছেন, আরো সতর্ক হলে ধরা খেতেন না । সবাইকে সতর্ক হওয়ার জন্য শেয়ার করলাম । আপনাকে ধন্যবাদ ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File