অভিনব প্রতারনা !! ^^
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৮ মে, ২০১৪, ০৪:২১:৪৮ বিকাল
বছর খানেক আগের কথা । আমি চট্টগ্রামের চকবাজারে এক বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে বসে বন্ধুর সাথে আলাপ করছিলাম । বন্ধুর হচ্ছে- স্যানিটারী আইটেমের ব্যবসা । সময় তখন আসরের অনেক পর মাগরির ছুই ছুই হবে । দোকানে তখন আমি ও বন্ধুটি ছাড়া অন্য কেহ ছিল না । এমন সময় দোকানে একজন লোক প্রবেশ করলেন । লোকটি আস্তে আস্তে সতর্কতার সাথে প্রবেশ করল বলে মনে হল । লোকটির গায়ের রং শ্যামলা, গোলগাল চেহারা, মাথায় কোকড়ানো চুল । বয়স ৫০ এর কাছাকাছি হবে বলে মনে হল ।
লোকটি দোকান ঢুকে হাতের ইশারায় দেখিয়ে বলল- ইয়ে আছে ?
আমার বন্ধুটি বলল- ইয়ে মানে কি ?
সে বলল- ইয়ে মানে বাথরুমে থাকে যে, পানি পড়ে ......
আমার বন্ধু বলল- পানি পড়ে মানে, পানির ট্যাপ ?
লোকটি বলল- হ্যাঁ হ্যাঁ, সেটি নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে, আপনাদের কাছে আছে ?
বন্ধু বলল- হ্যাঁ আছে, পঞ্চাশ টাকা দেন । লোকটি একটি চেয়ারে বসে পঞ্চাশ টাকা বের করে দিল ।
এমন সময় রাস্তা থেকে ২৫/২৬ বছরের দুজন যুবক দোকানে ঢুকল । তাদের এক জনের হাতে একটা পাউডারের প্যাকেট, অন্য জনের হাতে একটা রশিদ বই ও একটি কলম ।
ওরা ঢুকে আমার বন্ধুকে বলল- শাহীনুর কেমিক্যালের ব্লিচিং পাউডার নিবেন ? একজনের অর্ডার ছিল- এখন বলছে আজকে টাকা দিতে পারবে না কিন্তু আমরা টাকা নিয়ে রাত্রেই ঢাকা চলে যাব, তাই আপনার কাছে এসেছি ।
ওরা আরো বললো- আমরা মার্কেটে ৮০ টাকা করে বিক্রি করি , আপনি কেজি প্রতি ৭২ টাকা করে দিলে হবে । আমাদের কাছে ২৩০ কেজির মত আছে, আপনি নিয়ে নিন ।
আমার বন্ধুটি বললো- না, ওগুলো আমার আইটেম নয় । সুতরাং আমি নিব না । আপনারা ঐ দিকে হার্ডওয়ারের দোকান আছে, সেদিকে দেখাতে পারেন । ওরা চলে গেল ।
তখন দোকানে আগে থেকে আশা লোকটি বলল- ওগুলো দেখা যাচ্ছে শাহীনুর কোম্পানীর ব্লিচিং পাউডার । খুব ভাল জিনিস । আমার প্রতি মাসে ২০০ কেজি করে কিনতে হয় । আপনি যদি কিনে নেন তাহলে আমি প্রতি মাসে আপনার কাছ থেকেই ২০০কেজি করে কিনব ।
আমার বন্ধুটি ঐ লোকটিকে বলল- আপনি ওগুলো কেন কিনেন ?
তখন লোকটি বলল- আমার নাম দীপক, আমি খ্রীস্টান মিশনারী সস্থায় চাকরী করি, ঐ দিকে প্যারেড মাঠের উত্তর পাশে আমাদের হেড অফিস । আমি মার্কেটিং এ আছি । লোকটি আরো বলল- আমি ঐ পাউডার ৮০টাকা কেজি দামে কিনি । আপনাকে ও ৮০টাকা দামই দিব । সুতরাং ওদের সব পাউডার আপনি কিনে রেখে দেন । আমি রাতেই আপনাকে টাকা দিয়ে সব পাউডার কিনে নিয়ে যাবো ।
আমার বন্ধুটি ব্যবসায়ী মানুষ, তিনি হিসেব করলেন প্রতি কেজিতে ৮ টাকা করে লাভ হলে ২০০ কেজিতে ১,৬০০/= এক হাজার ছয়শত টাকা লাভ হবে । ৪/৫ ঘন্টার ব্যবধানে যদি ষোলশ টাকা লাভ করা যায় তাতে মন্দকি ?
বন্ধুটি ঐ লোকটিকে বলল- তাহলে আপনি কিনবেন যে সেটা যদি কনফার্ম করেন তাহলে এখন অগ্রিম করেন । আপনি যদি অগ্রিম করেন তাহলে আমি আপনার জন্য ঐ পাউডার কিনে রাখতে পারি ।
তখন লোকটি পকেটে হাত দিয়ে দেখল ৬/৭ শ টাকা আছে । বলল- আমার কাছে এখন বেশী টাকা নেই, যেগুলো আছে সেগুলো রাখেন । অফিসের মেডাম বাইরে গেছে, আসলেই টাকা দিয়ে ঐ পাউডার নিয়ে যাবো । তবে রাত নটার মত হতে পারে ।
পাউডার নিয়ে আসা লোক দুজন বের হয়ে কিছুদুর গিয়ে আবার পিছন ফিরে দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছিল । তখন আমার বন্ধুটি ওদেরকে ডাক দিল । ওরা আবার দোকানে ঢুকল ।
বন্ধুটি দীপক নামের লোকটিকে জিঙ্গেস করল - আপনারা এই পাউডার কেন কিনেন ? লোকটি বলল- খ্রীস্টান মিশনারীদের অনেক হাসপাতাল আছে, ঐ সব হাসপাতালের জন্য পাউডারগুলো দরকার হয় । লোকটি আরো বলল- আমি মার্কেটিং এ আছি বলে আমাকেই কিনতে হয় ।
আমার ব্যবসায়ী বন্ধুটি সরল বিশ্বাসে পার্শ্ববর্তী আরেক ব্যবসায়ীর কাছ থেকে পনের হাজার টাকা হাওলাত করে ওদের কাছ থেকে পাউডার গুলো কিনে নিলেন ।
দীপক নামের লোকটি আগেই বের হয়ে গেলেন এবং কিছুক্ষন পর মোবাইল করে বললেন- ওদের কাছে যে ২৩০ কেজি পাউডার আছে সব কিনে রাখেন । আমি অফিসে কথা বলেছি, ম্যাডাম বাইর থেকে আসলেই টাকা নিয়ে আমি কিনে নিয়ে আসবো । তবে রাত নটার মত হতে পারে ।
ওরা যাবার পর দোকানের স্টাফ মিজান মালিককে বলল- জিনিস গুলো ঠিক আছে তো ? নাকি ভোয়া ....
মিজান একথা বলায় তাড়াতাড়ী পার্শ্ববর্তী হার্ডওয়ারের দোকানে একটি প্যাকেট নিয়ে দেখিয়ে নিয়ে আসতে বলল । হার্ডওয়ারের দোকানদার সাথে সাথে বলে দিল ওগুলো ২ নং পাউডার । বড় জোর ৩৫/৪০ টাকা কেজি হবে । ওরা আরো বলল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এটাকে বিভিন্ন কৌশলে মানুষের পকেট হাতিয়ে থাকে ।
এর পর ঐ মিশনারী অফিসে খোজ নিতে গেলে দারোয়ান জানালো, দীপক নামের একজন আছে বটে তবে সে তো আজকে চট্টগ্রাম শহরে নেই....... ।
প্রিয় পাঠক, সাবধান থাকবেন । যে কোন সময় ভিন্ন প্রেক্ষাপট নিয়ে আপনার কাছে ও প্রতারক চক্র হাজির হতে পারে .......
আগের একটি পোষ্ট:
হারিয়ে যাওয়া সোনার বাংলাদেশ ব্লগের পোষ্ট পেতে চাইলে লিংকে ক্লিক করুন :
সোনার বাংলাদেশ ব্লগ
বিষয়: বিবিধ
১৭১৪ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার ধন্যবাদ, সুন্দর মন্তব্য করার জন্য ।
জাযাকাল্লাহ খায়ের
প্রিয় প্রবাসী আশরাফ ভাইকে অনেক দিন পর দেখে খুবই ভাল লাগছে, ভাল আছেন আপনি ? সেই আড্ডাগুলোর কথা মনে পড়ে না ?
বলে দেয়ার জন্য জন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন