মোদির পদতলে জামাতে ইসলামী হিন্দ...............
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ১৮ মে, ২০১৪, ০৪:২৪:০৩ বিকাল

ইসলাম রক্ষার নামে জামাতীরা কি না করতে পারে? প্রয়োজনে ইহুদী, নাসারা, কাফের, পৌত্তলিকের চটিজুতোও কামড়ে খেতে পারে। জেতার সাথে সাথে বাংরাদেশের জামাতীরা মোদী তোষন করেছে। বাংলাদেশীদের প্রতি কটাক্ষ করে কথা বললেও মোদীর প্রতি ভালবাসাও দেখাতে লজ্জিত হয় না এই বহুরুপি ভন্ডের দল। মোদীর পদতলে জামাত ইসলামী নেতাদের অবস্থানকে অপনারা কি ভাবে দেখছেন???
বিষয়: বিবিধ
২১০৮ বার পঠিত, ৫৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এই নিউজটা চোখে পড়ে:
http://m.timesofindia.com/india/Narendra-Modi-refuses-to-put-on-skull-cap-offered-by-Muslim-cleric/articleshow/10040530.cms
ওদের সবই জায়েয!!!
হারিয়ে যাবো তোমার মাঝে, শিশির ভেজা ভোর, স্বাধীনতা, ভিক্টোরিয়া, খেলাঘর বাধতে এসেছি, গেরহস্তের কণ্যা নিকগুলোও কি আপনের?
এই নিউজটা চোখে পড়ে:
http://m.timesofindia.com/india/Narendra-Modi-refuses-to-put-on-skull-cap-offered-by-Muslim-cleric/articleshow/10040530.cms
অপ্রিয় সত্য কথা,,,,শয়তানের কৌশল অবশ্যই দুর্বল।
আসলেই তাই....
নিশ্চুপ কেনো। আপনাদের মতো লোকেরা শুধু পেছনের কিছু মানুষকেই বিভ্রান্ত করতে পারবেন। এটিই আপনাদের সফলতা। দুনিয়ার জন্য কল্যানকর কিছুতো আর আপনাদের দিয়ে হবে না। নিজের পেছটা চেয়ে দেখেন, কি পরিমাণ ময়লা সেখানে লেগে আছে
একজনের ১০ নিক দিয়া বেতন ভূক্ত হয়ে সারা দিন বসে বসে শুধু পোস্ট মারতে থাকেন।
আমার নিক থেকে একটা দেওয়ার সময়ই তো হয় না।দিলোও আপনাদের ভ্রান্ত মন্তব্যের জওয়াব দেওয়ার সময় কোথায়???
জানাবেন।
মোহাম্মদ লোকমান-মানুষের ব্যাপারে পরিস্কার থাকাই ভাল।
নোংরা ছবির ব্যবসা করেন বুঝি!
মানুষ কত নিচ হলে এক জনের দোষ অন্যজনের ঘাড়ে চাপাতে পারে।
যিনি পোষ্ট দিয়েছেন তিনি উদ্দেশ্য প্রনোদিত ভা্ই দিয়েছেণ ।
আমি আশ্চর্য হয়নি কারণ আপনারা উচ্ছিষ্ট ভোগী ।
এই ছবিটা আসলে ২০১১ সালের। সয়েদ ইমাম শাহি নামের এক শিয়া দরগার ইমাম মোদীকে ২০১১ সালে টুপি পরাতে গিয়েসিল কিন্তু
সে পড়ে নাই। (ছবিতে ঝুকে থাকা এই লোকগুলো হল বাংলাদেশের মাজার পূজারী মাইজভান্ডারীর মত , যারা মানুষ হয়েও মানুষের নিকট মাথা নত করে) ।
ঐটা নিয়ে টাইম্স অফ ইন্ডিয়া সেপ্টেম্বরের ১৯ তারিখে একটা রিপোর্টও করছিল,আর আজকে ঐ ছবিটারেই জামায়াত বানায় দিছে!
আওয়ামী-নাস্তিক বেজন্মারা আর কত মিথ্যার বুদ্ধিবেশ্যা করবিরে?
ঐ ছবির আসল নিউজ লিঙ্কঃ http://bit.ly/1iAQTQd
==================================
এবার আওয়ামিলীগ-নাস্তিকদের সেই বুদ্ধিবেশ্যা দেখুন। CP গ্যাং সহ তাদের আরো অনেক পেইজে এই ভূয়া নিউজটি পোস্ট করেছে। সময়ের কথা সহ ভূয়া নিউজ পোর্টালেও। তা হুবুহু তুলে ধরলাম।
" যে ছবি কথা বলে -যে ছবি নীরবে প্রশ্ন তোলে ......
ছবিতে - ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে এসে পা ছুয়ে চুমু খেয়ে সালাম করছে জামাতে ইসলাম হিন্দ এর কয়েকজন শীর্ষ নেতা । (!)
প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের সূত্র ধরে ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া লেন্স (আসলে এই ছবিটা প্রকাশ করেছে শুধু মাত্র ইন্ডিলাইন্স নামক একটা অখ্যাত নিউজ পোর্টাল যা বাংলাদেশের হ্যালো টুডে মত, যেখানে জামায়াতের নাম গন্ধ বিন্দুমাত্র নেই) ক্যাপশানে আজ ১৮ মে লিখেছে ' New York Times Shows reality of Being Muslim Under Narendra Modi'
প্রসঙ্গত : এর আগে গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি'র পরেই নরেন্দ্র মোদিকে আগাম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী । (হাম্বা-নাস্তিকলীগ মনে হয় জানায়নি, শুধু কান্নাকাটি করেছে!!) লুল
ভূয়া সূত্রের লিংকঃ http://bit.ly/1oAjg4S
মজার বিষয় হচ্ছে এখানে(২য় লিংকে) কোথাও বলে নাই যে এরা ইন্ডিয়ান জামায়াতের নেতা বা এখানে জামায়াত শব্দটাই নাই। আরো মজার বিষয় হচ্ছে ছবি ক্যাপশনে লেখা আছে ফটো ক্রেডিটঃ facebook user!!
তার মানে বুঝতেই পারছেন।
আসল কথা হচ্ছে, মোদী আসছে, কংগ্রেস গেছে; তাই হাসিনার মাথা খারাপ হয়ে গেছে। তাই তো আওয়ামী-নাস্তিক সমর্থকরা চোখে মুখে শুধু জামায়াত দেখছে!! দাঁড়ি পাঞ্জাবীওয়ালা মোদিকে তারা জামাতিও মনে করে। লুল
তো, জাল জালিয়াতির এই লিংকগুলো ছাগুকেল্লা/বাছেরকেল্লা'র ডুপ্লিকেটিং কারখানার সদ্যজাত প্রডাক্ট নিশ্চয়? ধন্যবাদ।
ছবি কথা বলে, তা প্রমানিত। তারচেয়ে বড় প্রমান- ইসলামী আন্দোলনের নেতারা অন্যের পায়ের নীচেই থাকে।
[রেফারেন্স টা হারিয়ে ফেলেছি । তবে কিছুদিন আগে ফেসবুকে এক ভাইয়ের পোস্টে দেখলাম- তিনি প্রমান সহ বলেছিলেন- এভাবে প্রনাম হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে এসেছে ।]
যেভাবে পেন্নাম করছে, মনে হয় উনারা এতে সিদ্ধহস্ত !!
কিন্ত কওমী মাদ্রাসা ও দেওবন্দের জন্য দুঃখ লাগে তারা তাদের অপপ্রচারের বিরুদ্ধে শক্তিশালী ভুমিকা রাখতে পারছেনা।
তার চেয়ে বড় প্রমান- ওদের ছাগুমার্কা দাড়ি টুপি আপনার সাথে বেশ মিলে যায়। তো, ওরা আর কে হতে পারে?
আমরা যদি ব্লগপাড়া পর্যালোচনা করি বেশিরভাগ রাজনৈতিক লেখাগুলো জামায়াতের পক্ষে বা বিপক্ষে। মওদুদীবাদ সম্পর্কে আমজনতা খুব বেশী জানতো না। মওদুদীর বিরুদ্ধে অপপ্রচার চালাতে গিয়ে মওদুদীর বইয়ের পাঠক সংখ্যা আগের তুলনায় বেড়ে গেছে। যার ফলশ্রুতিতে মানুষ জামায়তের দিকে ঝুকছে। এটা হলুদ মিডিয়ার কল্যানেই হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন