সৈকত ভ্রমন হোক ... বিনোদনের সাথে মানবতা
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১১ মার্চ, ২০১৪, ১১:১৪:২০ রাত
গত ১৯শে ফ্রেব্রুয়ারী টুডে ব্লগে প্রিয় বন্ধুদের পরামর্শ চেয়ে একটি পোষ্ট দিয়েছিলাম।
বন্ধুদের কাছে একটি পরামর্শ চাই
উক্ত পোষ্টে অনেকেই অনেক রকম পরামর্শ দিয়েছিলেন । সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরন করবো । এই - খাতা, কলম পেন্সিলবক্স, পেন্সিল ইত্যাদি ।
গতকাল হঠাৎ মাথায় একটি নতুন আইডিয়া এসেছে ।
প্রত্যেককে একটি করে চার্জলাইট দিলে কেমন হয় । কারেন্ট না থাকলে ছাত্র-ছাত্রী পড়ালেখা না করার বায়না ধরে । মায়েরাও আর জোর করেনা পড়তে । আমরাও এরকম করেছি ।
এখন প্রতিজন ছাত্র বা ছাত্রীকে যা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি:
১. খাতা- ৩টি
২. পেন্সিল- ৬টি
৩. কলম - ২টি
৪. পেন্সিলবক্স - ১টি
৫. রোলার - ১টি
৬. রাবার - ১টি
৭. সার্ফনার - ১টি
৮. চার্জলাইট - ১টি
৯. ফাইল - ১টি
এই জিনিসগুলোর সাথে রাবার ও সার্ফনার সহ একটি ফাইল হবে ।
ভ্রমনে গিয়ে আমরা অনেক টাকা নিজেদের জন্য খরছ করবো । সেই সাথে যে অসহায় মানুষের পাশে দাড়িয়ে কিছু মানুষের মুখে হাসি ফুটানো যায় এই রুল মডেলটি আমি সৃষ্টি করতে চাই ।
হয়তো সম্পূর্ণ ব্যতিক্রম । লোক দেখানোর জন্য প্রচার করছি না । প্রচার করছি মানুষকে উদ্ভোদ্ধ করার জন্য, প্রভাবিত করার জন্য যাতে ধনীরা গরিবের পাশে এসে দাড়ায় । আমার মনে হয় অন্যকে উৎসাহিত করার জন্য ভাল কাজের প্রচার করা যায়েজ ।
চার্জলাইট গুলো আজকে কিনলাম বিতরনের জন্য ।
এটা ঠিকযে আমরা ভ্রমনকে টার্গেট করে এগুলো কিনেছি বিতরন করবো বলে । কোথায় বিতরন করবো তা এখনও সিদ্ধান্ত নিইনি । এটা কক্সবাজারও হতে পারে, আবার আসা-যাওয়ার পথেও হতে পারে । শহরের কোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও হতে পারে ।
তবে নীতিগত ভাবে সিদ্ধান্ত চুড়ান্ত করেছি ভাল কাজটি করার জন্য । মনটা অনেক হালকা লাগতেছে ।
আল্লাহর সাহায্য প্রার্থনা করছি ।
বিষয়: বিবিধ
১৪৬৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এগিয়ে যান!
আমাদের এসোসিয়েশনের মাত্র একজনকে উদ্ভোদ্ধ করতে পেরেছি ।
যদি সবাই উদ্ভোদ্ধ হয় তাহলে অনেক বিশাল কিছু হতে পারে ।
বৃহস্পতিবার অর্ধেক শুক্রবার স্কুল বন্ধ থাকবে। তাই আগে যোগাযোগ করা জরুরি।
মন্তব্য করতে লগইন করুন