সৈকত ভ্রমন হোক ... Roseবিনোদনের সাথে মানবতাGood Luck

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১১ মার্চ, ২০১৪, ১১:১৪:২০ রাত

গত ১৯শে ফ্রেব্রুয়ারী টুডে ব্লগে প্রিয় বন্ধুদের পরামর্শ চেয়ে একটি পোষ্ট দিয়েছিলাম।

বন্ধুদের কাছে একটি পরামর্শ চাই



উক্ত পোষ্টে অনেকেই অনেক রকম পরামর্শ দিয়েছিলেন । সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরন করবো । এই - খাতা, কলম পেন্সিলবক্স, পেন্সিল ইত্যাদি ।

গতকাল হঠাৎ মাথায় একটি নতুন আইডিয়া এসেছে ।

প্রত্যেককে একটি করে চার্জলাইট দিলে কেমন হয় । কারেন্ট না থাকলে ছাত্র-ছাত্রী পড়ালেখা না করার বায়না ধরে । মায়েরাও আর জোর করেনা পড়তে । আমরাও এরকম করেছি ।

এখন প্রতিজন ছাত্র বা ছাত্রীকে যা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি:

১. খাতা- ৩টি

২. পেন্সিল- ৬টি

৩. কলম - ২টি

৪. পেন্সিলবক্স - ১টি

৫. রোলার - ১টি

৬. রাবার - ১টি

৭. সার্ফনার - ১টি

৮. চার্জলাইট - ১টি

৯. ফাইল - ১টি



এই জিনিসগুলোর সাথে রাবার ও সার্ফনার সহ একটি ফাইল হবে ।

ভ্রমনে গিয়ে আমরা অনেক টাকা নিজেদের জন্য খরছ করবো । সেই সাথে যে অসহায় মানুষের পাশে দাড়িয়ে কিছু মানুষের মুখে হাসি ফুটানো যায় এই রুল মডেলটি আমি সৃষ্টি করতে চাই ।

হয়তো সম্পূর্ণ ব্যতিক্রম । লোক দেখানোর জন্য প্রচার করছি না । প্রচার করছি মানুষকে উদ্ভোদ্ধ করার জন্য, প্রভাবিত করার জন্য যাতে ধনীরা গরিবের পাশে এসে দাড়ায় । আমার মনে হয় অন্যকে উৎসাহিত করার জন্য ভাল কাজের প্রচার করা যায়েজ ।



চার্জলাইট গুলো আজকে কিনলাম বিতরনের জন্য ।

এটা ঠিকযে আমরা ভ্রমনকে টার্গেট করে এগুলো কিনেছি বিতরন করবো বলে । কোথায় বিতরন করবো তা এখনও সিদ্ধান্ত নিইনি । এটা কক্সবাজারও হতে পারে, আবার আসা-যাওয়ার পথেও হতে পারে । শহরের কোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও হতে পারে ।

তবে নীতিগত ভাবে সিদ্ধান্ত চুড়ান্ত করেছি ভাল কাজটি করার জন্য । মনটা অনেক হালকা লাগতেছে ।

Good Luck আল্লাহর সাহায্য প্রার্থনা করছি ।

বিষয়: বিবিধ

১৪৬৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190905
১১ মার্চ ২০১৪ রাত ১১:১৬
ভিশু লিখেছেন : খুব সুন্দর উদ্যোগ!
এগিয়ে যান!
Praying Praying Praying
Happy Good Luck
১১ মার্চ ২০১৪ রাত ১১:২০
141850
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কিন্তু এ সংক্রান্ত আগের পোষ্টে আপনি কোন পরামর্শ দেননি । আপনার সাথে আড়ি..Smug
১১ মার্চ ২০১৪ রাত ১১:২৩
141860
ভিশু লিখেছেন : Rolling Eyes সবাই আমার সাথে আড়ি দিতে চান...Sad আগের পোস্টটি আমার ঠিক মতো দেখা হয়নি মনে হয়...Rolling Eyes দোয়া রইলো অনেক অনেক অনেক...Praying Happy Good Luck Angel Rose
১১ মার্চ ২০১৪ রাত ১১:২৭
141863
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আচ্ছা ঠিক আছে আপনার সাথে আড়ি তুলে নিলাম । কেন জানেন ? আপনাকে ঐ সংক্রান্ত মনোভাব ব্যক্ত করে একটি পোষ্ট দিতে বলেছিলাম । আপনি কথা রেখেছেন । সেজন্য আড়ি বাতিল...Love Struck
190906
১১ মার্চ ২০১৪ রাত ১১:২১
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, অনেক ভাল উদ্যোগ শুনে অনেক খুশি হলাম, মহান আল্লাহ আপনাকে আরো বেশি করে অসহায় মানুষকে সাহায্য করার তওফিক এনায়েত করুন, এবং আপনার শারীরিক সুস্থ্যতা বাড়িয়ে দিন। আমীন।
১১ মার্চ ২০১৪ রাত ১১:২৮
141867
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার কেন জানি মনে হচ্ছে জিনিসগুলো একটি দরিদ্র ঘরের ছাত্র বা ছাত্রী পেলে অনেক খুশি হবে । আপনার দোয়া আল্লাহ কবুল করুন । আমীন ।Praying Praying
190907
১১ মার্চ ২০১৪ রাত ১১:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার পরামর্শ মনে হয় এরকম ছিল ,আপনাকে আল্লাহ সাহায্য করুন Praying
১১ মার্চ ২০১৪ রাত ১১:৩১
141871
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : স্বল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশী কিছু চিন্তা করতে পারিনি ।
আমাদের এসোসিয়েশনের মাত্র একজনকে উদ্ভোদ্ধ করতে পেরেছি ।
যদি সবাই উদ্ভোদ্ধ হয় তাহলে অনেক বিশাল কিছু হতে পারে ।
190927
১২ মার্চ ২০১৪ রাত ১২:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাদের উদ্যোগে আল্লাহতায়লা বরকত দিন।
বৃহস্পতিবার অর্ধেক শুক্রবার স্কুল বন্ধ থাকবে। তাই আগে যোগাযোগ করা জরুরি।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
147620
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার পরামর্শ কাজে এসেছে । ধন্যবাদ আপনাকে।
190946
১২ মার্চ ২০১৪ রাত ০১:১৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাল উদ্যোগ। আলাহ উত্তম প্রতিদান প্রদান করুন।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
147621
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমীন।Praying
190961
১২ মার্চ ২০১৪ রাত ০২:০৫
আব্দুল গাফফার লিখেছেন : জেনে খুব ভাল লাগলো , এগিয়ে যান আল্লহ আপনার সহায় হবেন । Applause Good Luck Good Luck Rose Rose
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
147622
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
191009
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:০৩
চোরাবালি লিখেছেন : আল্লাহ আপনাদের সহায় হউন
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
147623
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমীন।Praying
191015
১২ মার্চ ২০১৪ সকাল ০৯:২৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এতো এক ঢিলে দু পাখি। চিত্তবিনোদন + মানবতার সেবা। সফল হোক শুভ উদ্যোগ। এভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
147624
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বিনোদনের সাথে মানবতা- শ্লোগানটি সুন্দর হইছে না ওহিদ ভাই ?
191250
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
জোবাইর চৌধুরী লিখেছেন : প্রশংসনীয় উদ্যেগ, আল্লাহ আপনাদের সহায় হোক। অনেক ধন্যবাদ।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
147625
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমীন ।Praying Good Luck
১০
196653
২৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৯
প্রেসিডেন্ট লিখেছেন : ভেরি গুড জব ডান। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
147626
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File