এখনো বিয়ে না হওয়া মেয়েদের কথা (১ম ও ২য় পর্ব)

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১১ মার্চ, ২০১৪, ১১:০১:২০ রাত



1. গ্রামের স্কুলে পড়ুয়া এক সাধারন মেয়ে।সবসময় ক্লাসের রোল আগেই থাকত। এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। পারিবারিক ভাবে সমাজের ডিমান্ড পূরন করে ২য় কি ৩য় বর্ষে পড়াকালীন বিয়ে করে ফেলে। একটি ফুটফুটে মেয়ে আসে সংসারে। বিয়ের পরে দেখে স্বামী ড্রাগ এডিগটেড। জীবন অসহনীয় হয়ে উঠে। ডিভোর্স হয়ে যায়। কিন্তু পড়ালেখা চালাতে থাকে। অনার্স এবং মাস্টার্সে রেকর্ড পরিমান নাম্বার পেয়ে প্রথম হয়। আজ তিনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বয়স ২৯/৩০। মোটামুটি সুন্দরী। হাইটও খারাপ না।স্কুল জীবনের এক ক্লাসমেটের সাথে কথা বলতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলেছেন। কেদেঁছেন একটি সাজানো সংসারের জন্যে। যার কাছে কেদেঁছেন তিনি আমার পরিচিত। আল্লাহ এই বান্দির সহায় হোন।

2.স্কুল বন্ধুর আত্বীয়া। বেশ কিছুদিন আগে শুনলাম তার ব্রেস্টে প্রোবলেম। বয়স ৩০ ছুঁই ছুঁই। শ্যামলা।হাইট ৫ ফিট ২ এর উপরে। পাত্রপক্ষ পছন্দ করার পর সমস্যার কথা খুলে বললেই আর বিয়ে হয়না। মেয়ে এবং মেয়ের অভিভাবক অনঢ় এই জন্যে যে কোন ছেলে সব জেনে বিয়ে করতে চাইলে মেয়ে বিয়ে দিবে নইলে তারা কাউকে ঠকাতে পারবেনা। পাত্র আসে পাত্র যায়। এই মেয়েটির যৌবন ও মন শুকাতে চলেছে। সমাজ বাস্তবতা তাকে বুঝতে শিখিয়েছে নারীর শরীরই মুল । যোগ্যতা নয়। শারীরিক চাহিদা নয় মানবিকতা নয় স্তনই মুল। নারী একটি যৌনবস্তু যৌনযন্ত্র এটি পুরুষ শাসিত সমাজের রন্ধ্রে রন্ধ্রে গেথেঁ আছে। খুব কম পুরুষই নারীকে সন্তান উৎপাদন যন্ত্র ছাড়া মানুষ ভেবে মানবিক হতে পেরেছে।

এই মেয়েটি যৌনকাতর হয়ে অন্ধকার গলিকে বেচে নিলে সমাজ বলত মেয়েটি খারাপ। অথচ সমাজ ও রাষ্ট এদের জন্যে কোন দায়িত্ব পালন করছেনা। করছেনা কোন ইসলামপন্থী গ্রুপ। জৈবিক চাহিদা ও একাকীত্বের কষ্ট যখন এই মেয়ের রাতগুলোকে নরক করে দেয় সমাজ তখন শান্তির ঘুমে ঘুমায়।

বিষয়: বিবিধ

২০১৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190908
১১ মার্চ ২০১৪ রাত ১১:২৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঐমিয়া আপনি ছেলে মানুষ, মেয়েদের বিয়ের জন্য এত চিন্তা করেন কেন? নিজের কপালে বিয়ে নাই, অন্যের জন্য তার ঘুম নাই।
ধন্যবাদ জাজাকাল্লাহুল খায়ের।
১১ মার্চ ২০১৪ রাত ১১:৪৬
141880
লোকমান বিন ইউসুপ লিখেছেন : নিজেরে নিয়ে ব্যস্ত থাকা স্বার্থপরতা।
190910
১১ মার্চ ২০১৪ রাত ১১:৩৪
মনসুর আহামেদ লিখেছেন : ব্রেস্টে প্রোবলেম মানে। ব্রেস্ট ক্যান্সারে পথে।
তার প্রথম কাজ হবে ক্যান্সারের ফেইজ জানা। দেরী হলে সারা দেহে ক্যান্সার ছড়িয়ে পড়বে। এখন পর্যন্ত আমেরিকায় ভাল চিকিৎসা নেই। এক মাএ কিমো থেরাফি ছাড়া। তার পরও মানুষ বেচে থাকে আল্লাহের কৃপায়। http://www.mybreastcancertreatment.org/AskForAnswers.aspx?gclid=CMmMhc6Bi70CFZJj7Aod-WUABA#.Ux9In_ldVu0
190922
১২ মার্চ ২০১৪ রাত ১২:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেসবুকএই পোষ্টগুলি পড়েছিলাম।
এই বিষয়গুলির পিছনে কিন্তু রয়েছে আমাদের কিছু ভুল সামাজিক চিন্তাধারা। ড্রাগ আসক্ত স্বামির সাথে ডিভোর্স হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু একজন শিক্ষিত নারী নতুন করে জিবন শুরু না করে এই বিয়ে নিয়ে হাহুতাশ করবেন তা ঠিক নয়। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির এই বিষয়গুলি কিন্তু সৃষ্টি করেন নারীরাই। এটি আমার ব্যক্তিগত অভিজ্হতা।
১২ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
142095
লোকমান বিন ইউসুপ লিখেছেন : বাচ্চাটা তো ওর কাছেই... পিতা দায়িত্ব নেয়নি।
190953
১২ মার্চ ২০১৪ রাত ০১:২৬
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
191070
১২ মার্চ ২০১৪ সকাল ১১:৫১
জাগো মানুস জাগো লিখেছেন : Actually when islam goes far our life...social every sector we have to face problem.
Now a days we see many middle class family feel anxiety for their daughters,problem they have not huge money.Evey boys, their family need good amount or attest they have to have huge property.
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৪
142121
লোকমান বিন ইউসুপ লিখেছেন : একমত। আশা করছি সাথে থাকবেন।
191149
১২ মার্চ ২০১৪ দুপুর ০২:৩০
হতভাগা লিখেছেন : ২য় ঘটনাটা আজগুবি । পৃথিবীতে এমন কোন মেয়ে বা তার অভিভাবক নেই যে মেয়ের লুক্কায়িত সমস্যার কথা পাত্রের কাছে বিয়ের আগে বলবে ।
১২ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
142183
লোকমান বিন ইউসুপ লিখেছেন : বিয়ের পরে নিশ্চিত সমস্যা হবে ভেবে বলেছে। আপনার তো অনেক কিছুকেই মনে হয় আজগুবি লাগে।
১২ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৩
142190
হতভাগা লিখেছেন : জ্বী আজগুবি লাগে । মুসলমান হিসেবে দাবী করেন , আবার আল্লাহর আয়াত তথা আদেশকে অস্বীকার করেন ।


১২ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৮
142212
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ফতোয়াবাজি কইরেননা। অনুমতি নেয়ার জন্যে রাষ্ট আইন করলে আল্লাহর আয়াত অস্বীকার করা হয় কেমনে? যেভাবে বলেছেন মনে হল আপনিই একমাত্র কুরআনের বুঝদার। মুসলমান থাকা না থাকা আপনার উপর নির্ভর করে? বিতর্ক করতে আসছেন তো ব্যক্তিগত লাভ ক্ষোভ জায়েজ করার জন্যে নয়। কুরআন যেখানে ২য় বিয়ে করার জন্যে ন্যায় বিচারের শর্ত রেখেছে সেখানে ন্যায়বিচার নিশ্চিত করার জন্যে কোর্ট অনুমতির ব্যবস্থা করলে কুরআন লংঘিত হয় কেমনে? একটু চিন্তাভাবনা মাফজোছ করে কথা বলা দরকার নয় কি? আপনার কনফিউশান থাকলে আপনি ১০০ বার প্রশ্ন করেন। কিন্তুৃ ব্যক্তি আক্রমন করে ফতোয়া কতটুকু যুক্তিসঙ্গত?
১২ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
142254
হতভাগা লিখেছেন : আপনারা না আল্লাহর আইন চান ? তাহলে তার সাথে মানুষের আইন মিশাতে চান কোন উদ্দেশ্যে ? আল্লাহর আইনকে কি সম্পূর্ণ মনে করেন না যে রাষ্ট্র কর্তৃক এ ব্যাপারে আইন প্রনয়নকে উতসাহ দিচ্ছেন ?

সামর্থ্য থাকলে এবং যদি ন্যায় ভাবে থাকতে পারে ( সবার সাথে সমান আচরণ করাটা চাইলেও যে কঠিন সেটাও বলা আছে , তবে কাউকে একেবারে ঝুলিয়ে রাখা যাবে না ) তবে করতে পারে - এটা আল্লাহই বলে দিয়েছেন । এর জন্য মনুষ্য আইন বানানো এবং স্ত্রীর অনুমতির বিধান আনা সম্পূর্নভাবেই আল্লাহর নির্দেশের পরিপন্থী । আল্লাহর পরেও স্ত্রীর অনুমতির বিধান আনা সোজা কথায় শিরক আর এখানে আপনি সেটাকেই যে সমর্থন দিচ্ছেন ।এটা মনে হয় বুঝে শুনেই করছেন ।

কোনই ব্যক্তি আক্রমন করি নাই বা ফতোয়াও দেই নাই । যে গুলো বলেছি সে গুলো ক্বুরআনেই বলা আছে ।


ধর্ম নিয়ে এক নাগাড়ে মন কড়া এবং সাংঘর্ষিক কথা বলে যাবেন আর তা সবাই গিলবে এটা মনে করে থাকলে ভুল বুঝবেন ।

কিভাবে একজন ছুপা নাস্তিক তথা ইসলাম বিদ্বেষী নিজের চেহারা উন্মোচন করলো আপনি তার প্রমাণ ।

আপনি কি বাদশা আকবরের মত দীন-ই-ইলাহী চালু করার ধান্ধায় আছেন ? না কি বাইবেলের মত ওল্ড টেস্টামেন্ট , নিউ টেস্টামেন্ট করার মতলব করছেন যে আল্লাহর আইনের সাথে মানুষের আইন মেশাতে চাচ্ছেন ?

আল্লাহ পবিত্র ক্বুরআনে চ্যালেন্জ দিয়েই দিয়েছেন যে মানুষ ও জ্বিন একত্র হয়ে চেষ্টা করলেও ক্বুরআনের অনুরুপ কিছু আনতে পারবে না ।

আপনি কে ভাই ?
১২ মার্চ ২০১৪ রাত ০৯:২৮
142267
লোকমান বিন ইউসুপ লিখেছেন : //কিভাবে একজন ছুপা নাস্তিক তথা ইসলাম বিদ্বেষী নিজের চেহারা উন্মোচন করলো আপনি তার প্রমাণ । //

এইটা কি জেনে শুনে বলেছেন নাকি মাতাল হয়ে গেছেন? আপনি কোন আইনে এবং কোন অধিকারে এই টাইপের কথা বললেন?
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
142274
লোকমান বিন ইউসুপ লিখেছেন : সমাজে যতগুলো ২য় বিয়ে হচ্ছে তারপরে বেশিরভাগই প্রথম স্ত্রী নির্যাতিত হচ্ছে । প্রথম স্ত্রীর সংসার ইনসিকিউরড হয়ে যাচ্ছে। প্রথম ঘরের সন্তানরা খোরপোষ পাচ্ছেনা। ২ টা স্ত্রীর মধ্যে সমতা ন্যায় বিচার তো দুরের কথা প্রথম স্ত্রীর সাথে সম্পর্কও রাখছেনা। সেখানে আপনার দৃষ্টিভঙ্গী কাজ করছেনা। আপনার এত ২য় বিয়ে করার শখ কেন? আপনি যে ২য় বিয়ে করে ন্যায় বিচার করতে পারবেন তার ফলোআপ করার দায়িত্ব ও অধিকার রাষ্ট রাখে। এখানে ২য় বিয়ে করার জন্যে রাষ্ট বাধা দিচ্ছেনা বরং কুরআন বর্নিত ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে ব্যবস্থা করছে। খোলাফায়ে রাশেদার বিচার ব্যবস্থা পড়েছেন?নাকি না পড়েই ইসলাম বুইঝা ফালাইছেন? কুরআন তার নিষেধ এর সাথে ম্যাচ করে না এমন সব আইন বানাতে আপত্তি করেনা। আর ন্যায় বিচারের স্বার্থে একজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে যে ডেথ পেনাল্টি খোলাফায়ে রাশেদার যুগে দেয়া হয়েছে তা কি জানা আছে? কুরআন এসেছে ন্যায় বিচারের জন্যে। কুরআন দিয়ে খোলাফায়ে রাশেদার সমাজ পরিচালিত হয়েছে। আশা করি সেই আমলের বিচারের উপর পড়ালেখা করে তারপর লাফাবেন। আমার উপর যে বুহতান করলেন তা খোলাফায়ে রাশেদার উপরও প্রযোজ্য হয়। এখানে কুরআন বদলানোর প্রশ্ন নেই বরং কুরআনে বর্নিত ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করার জন্যে কোর্ট অনুমতির কথা ভাবা হয়েছে। এর ফলে রাষ্নট সকল ২য় বিয়েতে ন্যায় বিচার হচ্ছে কিনা ফলোআপ করতে পারবে। বিয়ে করবে আর ন্যায় বিচার করবেনা সেটা কুরআনের আবেদন নয়। আপনার বক্তব্য কুরআনের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এবং স্পষ্টতই কুরআন বিরোধী।
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৪৪
142284
লোকমান বিন ইউসুপ লিখেছেন : আইন বানাতে কোন সমস্যা নেই যদি আইনটি কুরআন বিরোধী না হয়। কিয়াস তেমনই।
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৫০
142298
লোকমান বিন ইউসুপ লিখেছেন : সংশোধনী:
আর ন্যায় বিচারের স্বার্থে একজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ধর্ষনের বিচারে যে ডেথ পেনাল্টি খোলাফায়ে রাশেদার যুগে দেয়া হয়েছে তা কি জানা আছে? তা কি কুরআন সম্মত ছিল? ধর্ষনের শাস্তির জন্যে তো ৪ জন সাক্ষীর দরকার হয়। অপরাধ পরিকল্পনা বিষয়ে কুরআন কি বলে ?
১২ মার্চ ২০১৪ রাত ১০:২১
142318
হতভাগা লিখেছেন : ''আপনি যে ২য় বিয়ে করে ন্যায় বিচার করতে পারবেন তার ফলোআপ করার দায়িত্ব ও অধিকার রাষ্ট রাখে। ''

০ কিভাবে রাখে ? আমার কোন আর্থিক সমস্যা হলে বা পারিবারিক কোন ঝামেলায় পড়লে রাষ্ট্র কি সেটা মেটায় ?

সুন্দরী ও পছন্দের মেয়ে ধরতে পারছিনা দেন মোহরের আধিক্যের কারণে , রাষ্ট্র কি আমার পক্ষে সেটা দিয়ে দেবে ?

এসব ব্যাপারে রাষ্ট্রের নাক গলানো উচিত তখনই যখন রাষ্ট্র নাক গলানোর মত যোগ্যতা অর্জন করতে পারবে ।

খোলাফায়ে রাশেদীনরা নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক হয় - এমন বিষয়কে অনুমোদন দিতেন না ?!
191344
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৩৩
সজল আহমেদ লিখেছেন : কি বলব ভাই সব তো আপনারাই দুজন তর্ক করে মুড অফ করে ফেল্লেন!
১২ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
142304
লোকমান বিন ইউসুপ লিখেছেন : এই লোক তো আমারে অমুসলিম নাস্তিক সব বলে ফেলল। কোন অধিকারে সে বলল? যে অন্যকে জানা ছাড়া এমন অপবাদ দিতে পারে সে আর যায় হোক ভাল মানুষ হতে পারেনা। নিজেই কুরআন বুঝতেছেনা অন্যকে কুরআন বিরোধী বলে যা তা বলছে। ওওর যদি কোন বিষয়ে সমস্যা হয় তাইলে আমি ১০০০ বার রেফারেন্স দেব। জানে না কিছু আর ডাইরেক্ট ফতোয়া মেরে দিচ্ছে। খোলাফায়ে রাশেদার বিচার ব্যবস্থা নিয়ে এর কোন স্টাডিই নেই।
১২ মার্চ ২০১৪ রাত ১০:০৭
142311
সজল আহমেদ লিখেছেন : কি বলব বলেন,এই জমানার অনেকেই মাথামোটা।
194841
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
স্বপন১ লিখেছেন : লোক ভাইয়ের সাথে একমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File